বোঝো কাণ্ড! ভাড়া নেওয়া গাড়ি নিজের নামে করে নিল প্যাসেঞ্জার, মাথায় হাত মালিকের, কীভাবে সম্ভব, উঠছে প্রশ্ন
- Published by:Madhab Das
- local18
Last Updated:
গাড়ি ভাড়া নেওয়ার নাম করে সেই গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে, চরম সমস্যায় গাড়ির মালিক ও তার পরিবার, তদন্তে শাসন ও ঘোলা থানার পুলিশ।
পানিহাটি, উত্তর ২৪ পরগনা, সুবীর দে: গোটা রাজ্য জুড়ে চলছে আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্র। আর সেই আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের এক পান্ডার খপ্পরে পড়ল পানিহাটির দম্পতি পরিবার। পানিহাটি নাটাগড় কালিতলা এলাকার বাসিন্দা সহেলি বোসের গাড়ি ভাড়া হিসেবে নিত আশিক বিশ্বাস নামে এক ব্যক্তি। সেই মতো ভাড়ার জন্য আশিক বিশ্বাস সহেলি বোসের সেই গাড়ি ভাড়া হিসেবে নিয়ে যায়।
তবে এরপর চার-পাঁচ দিন কেটে যাওয়ার গেলেও গাড়ির কোনও খোঁজখবর পায়না বলে অভিযোগ করেন দম্পতি। তারপর গাড়ির জিপিএস লোকেশন ট্র্যাক করতেই দেখা যায় সেই গাড়ি রয়েছে শাসন থানায়। গাড়ির মালিক পানিহাটির সেই দম্পতি শাসন থানায় যায় খোঁজখবর নেওয়ার জন্য। সেখানে গিয়ে তারা জানতে পারেন আশিক বিশ্বাস নামে ওই ব্যক্তি কৃষ্ণনগর আরটিওতে সেই গাড়ি তার নিজের নামে করে নিয়েছে।
advertisement
আরও পড়ুন: গ্রামেই গোপনে গোপনে চলছিল সাংঘাতিক কাজ…পুলিশ হানা দিতেই সব ফাঁস! স্বাধীনতা দিবসের আগে বড় সাফল্য
advertisement
তখন সে দম্পতি বুঝতে পারে তারা পাচার চক্রের প্রতারণার শিকার হয়েছে। অভিযুক্তের নামে উত্তর ২৪ পরগনার শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শাসন থানার পক্ষ থেকে সেই অভিযোগপত্রের প্রতিলিপি পাঠানো হয় ঘোলা থানায়। ঘটনার পর থেকে অভিযুক্ত আশিক বিশ্বাস পলাতক। আর আন্তঃরাজ্য এই গাড়ি পাচার চক্রের ঘটনার তদন্ত শুরু করেছে শাসন ও ঘোলা থানার পুলিশ। আর এই ঘটনার সঙ্গে কৃষ্ণনগর আরটিও দফতরের বেশ কিছু আধিকারিক জড়িত রয়েছে বলেও অভিযোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এমন ঘটনা সামনে আসতেই এখন আতঙ্কে রয়েছেন সেই সকল গাড়ির মালিকরা যারা গাড়ি ভাড়া দিয়ে থাকেন। কেননা যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে তারা কোন বিশ্বাসের উপর ভিত্তি করে গাড়ি ভাড়া দেবেন? কীসের উপর ভিত্তি করে চালাবেন নিজেদের ব্যবসা? প্রশ্ন থেকেই যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোঝো কাণ্ড! ভাড়া নেওয়া গাড়ি নিজের নামে করে নিল প্যাসেঞ্জার, মাথায় হাত মালিকের, কীভাবে সম্ভব, উঠছে প্রশ্ন