বোঝো কাণ্ড! ভাড়া নেওয়া গাড়ি নিজের নামে করে নিল প্যাসেঞ্জার, মাথায় হাত মালিকের, কীভাবে সম্ভব, উঠছে প্রশ্ন

Last Updated:

গাড়ি ভাড়া নেওয়ার নাম করে সেই গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে, চরম সমস্যায় গাড়ির মালিক ও তার পরিবার, তদন্তে শাসন ও ঘোলা থানার পুলিশ।

ভাড়া নেওয়া গাড়ি বিক্রি। ছবি সৌজন্যেঃ এআই
ভাড়া নেওয়া গাড়ি বিক্রি। ছবি সৌজন্যেঃ এআই
পানিহাটি, উত্তর ২৪ পরগনা, সুবীর দে: গোটা রাজ্য জুড়ে চলছে আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্র। আর সেই আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের এক পান্ডার খপ্পরে পড়ল পানিহাটির দম্পতি পরিবার। পানিহাটি নাটাগড় কালিতলা এলাকার বাসিন্দা সহেলি বোসের গাড়ি ভাড়া হিসেবে নিত আশিক বিশ্বাস নামে এক ব্যক্তি। সেই মতো ভাড়ার জন্য আশিক বিশ্বাস সহেলি বোসের সেই গাড়ি ভাড়া হিসেবে নিয়ে যায়।
তবে এরপর চার-পাঁচ দিন কেটে যাওয়ার গেলেও গাড়ির কোনও খোঁজখবর পায়না বলে অভিযোগ করেন দম্পতি। তারপর গাড়ির জিপিএস লোকেশন ট্র্যাক করতেই দেখা যায় সেই গাড়ি রয়েছে শাসন থানায়। গাড়ির মালিক পানিহাটির সেই দম্পতি শাসন থানায় যায় খোঁজখবর নেওয়ার জন্য। সেখানে গিয়ে তারা জানতে পারেন আশিক বিশ্বাস নামে ওই ব্যক্তি কৃষ্ণনগর আরটিওতে সেই গাড়ি তার নিজের নামে করে নিয়েছে।
advertisement
advertisement
তখন সে দম্পতি বুঝতে পারে তারা পাচার চক্রের প্রতারণার শিকার হয়েছে। অভিযুক্তের নামে উত্তর ২৪ পরগনার শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শাসন থানার পক্ষ থেকে সেই অভিযোগপত্রের প্রতিলিপি পাঠানো হয় ঘোলা থানায়। ঘটনার পর থেকে অভিযুক্ত আশিক বিশ্বাস পলাতক। আর আন্তঃরাজ্য এই গাড়ি পাচার চক্রের ঘটনার তদন্ত শুরু করেছে শাসন ও ঘোলা থানার পুলিশ। আর এই ঘটনার সঙ্গে কৃষ্ণনগর আরটিও দফতরের বেশ কিছু আধিকারিক জড়িত রয়েছে বলেও অভিযোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এমন ঘটনা সামনে আসতেই এখন আতঙ্কে রয়েছেন সেই সকল গাড়ির মালিকরা যারা গাড়ি ভাড়া দিয়ে থাকেন। কেননা যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে তারা কোন বিশ্বাসের উপর ভিত্তি করে গাড়ি ভাড়া দেবেন? কীসের উপর ভিত্তি করে চালাবেন নিজেদের ব্যবসা? প্রশ্ন থেকেই যাচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোঝো কাণ্ড! ভাড়া নেওয়া গাড়ি নিজের নামে করে নিল প্যাসেঞ্জার, মাথায় হাত মালিকের, কীভাবে সম্ভব, উঠছে প্রশ্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement