ফেলো কড়ি মাখো তেল! টাকা দিলেই মিলছে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট! পঞ্চায়েতের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ

Last Updated:

Birth Certificate: জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে নেওয়া হচ্ছে ৫০০ থেকে শুরু করে তার অধিক টাকা। সেই টাকার রশিদও দেওয়া হচ্ছে। সেখানে স্পষ্টভাবে লেখা, জন্ম সার্টিফিকেটের জন্য অনুদান স্বরূপ ৫০০ টাকা পঞ্চায়েতে দেওয়া হয়েছে।

পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে টাকার বিনিময়ে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়ার অভিযোগ
পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে টাকার বিনিময়ে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়ার অভিযোগ
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: জন্ম সার্টিফিকেট দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে নেওয়া হচ্ছে টাকা। কখনও ৫০০ , কখনও তার অধিক। টাকা নিয়ে রশিদও দিচ্ছে পঞ্চায়েত থেকে। যা পুরোপুরি অবৈধ। সরকারি আইন অনুযায়ী, জন্ম অথবা মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য কোন টাকা লাগে না। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার।
বাদুরিয়ার চন্ডিপুর পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য নেওয়া হচ্ছে ৫০০ থেকে শুরু করে তার অধিক টাকা। যা একেবারেই বেআইনি। চন্ডিপুর পঞ্চায়েতের উমাপতিপুরের এক বাসিন্দা হাবিল মন্ডল তার ছেলের জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করেন পঞ্চায়েতে। তখনই পঞ্চায়েত থেকে তাকে ৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়।
আরও পড়ুনঃ রাজারহাটের বিলাসবহুল আবাসনে ডাকাতি! চুরি যাওয়া iPad-এ ফাঁস রহস্য, প্রযুক্তির জালে কীভাবে ধরা পড়ল চোর?
পঞ্চায়ের কথা মতো হাবিল ৫০০ টাকা দেন। সেই টাকার রশিদও পঞ্চায়েত থেকে দেওয়া হয়। সেখানে স্পষ্টভাবে লেখা আছে, জন্ম সার্টিফিকেটের জন্য অনুদান স্বরূপ ৫০০ টাকা পঞ্চায়েতে দেওয়া হয়েছে। রশিদের সিরিয়াল নম্বর ২৬৬। ওই রশিদে আদায়কারীর সইও করা আছে।
advertisement
advertisement
পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে টাকার বিনিময়ে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দেওয়ার অভিযোগ
টাকা নিয়ে দেওয়া হচ্ছে রশিদ
হাবিল মন্ডল ও এলাকার মানুষের অভিযোগ, চন্ডিপুর পঞ্চায়েতে এইরকম দুর্নীতি বহু দিন ধরেই হচ্ছে। জন্ম সার্টিফিকেট নিতে গেলে ৫০০ থেকে শুরু করে তার বেশি টাকা নেওয়া হচ্ছে। এই পঞ্চায়েতে টাকা দিলেই জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে যে কেউ। বাংলাদেশি থেকে কেউ এসেও যদি এখানে টাকা দেয় তাহলে সেই বাংলাদেশি নাগরিকও জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে টাকার বিনিময়ে।
advertisement
আরও পড়ুনঃ বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ, DM-কে ইমেল বিজেপি নেতার
যদিও এই বিষয়ে পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলবেন না জানিয়ে দেন। স্থানীয় ব্লক অফিসারের সঙ্গেও যোগাযোগের বহু চেষ্টা করা হয়। কিন্তু যোগাযোগ করা যায়নি।
advertisement
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারবেন বলেন, ‘এই বিষয়টা আমি জানিনা। এই প্রথম শুনলাম। খোঁজ নিয়ে দেখব। যদি এরকম কিছু ঘটে তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফেলো কড়ি মাখো তেল! টাকা দিলেই মিলছে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট! পঞ্চায়েতের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement