'বিয়ে করব' প্রতিশ্রুতি দিয়ে ৩ বছর ধরে মহিলার সঙ্গে...! হাত সাফাই লক্ষ লক্ষ টাকাও, শেষে বলে 'বিয়ে করব না'!
- Published by:Madhab Das
- local18
Last Updated:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, শুধু সহবাসেই সেহ নয়, পাশাপাশি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নোয়াপাড়া থানার অন্তর্গত রতন রাজবংশী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
নোয়াপাড়া, উত্তর ২৪ পরগনা, অরুণ ঘোষ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, শুধু সহবাসেই সেহ নয়, পাশাপাশি কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নোয়াপাড়া থানার অন্তর্গত রতন রাজবংশী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। আর অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। কিন্তু কীভাবে এমনটা ঘটল?
জানা যাচ্ছে, বিগত তিন বছর ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল রতন রাজবংশীর। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে সহবাস করেন বলে অভিযোগ। পাশাপাশি তার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি। আর এসবের পর যখন সব কাজ হাসিল হয়ে যায় তখন বর্তমানে ওই মহিলাকে বিয়ে করতে নারাজ রতন রাজবংশী। শুধু তাই নয়, পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠছে।
advertisement
advertisement
এর পাশাপাশি যাতে এই ঘটনা নিয়ে বেশি শোরগোল করা না হয়, চলছে অন্যরকমভাবে ব্ল্যাকমেল। রতন রাজবংশীর কাছে ওই মহিলার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি রয়েছে, সেই সব ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ। এমনকি সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।এমন সব একাধিক অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করছেন উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার অন্তর্গত মায়াপল্লীর ওই মহিলা।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে আবহাওয়া বদলের বড় ইঙ্গিত! সন্ধেতেই আসল খেলা! দার্জিলিং সহ ১১ জেলা নিয়ে যা জানাল IMD
তবে অভিযুক্ত রতন যে কেবল অভিযোগকারী মহিলার সঙ্গেই এমনটা করেছেন এমন নয়, জানা যাচ্ছে আরও অনেকের সঙ্গেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে রতন রাজবংশী। এই রতন রাজবংশীর একটি র্যাকেট রয়েছে। তাই অভিযোগকারী মহিলা প্রাণনাশের আশঙ্কা করছেন নিজের এবং নিজের পরিবারের। তিনি চান পুলিশ যাতে উপযুক্ত শাস্তি দেয় ওই দোষী ব্যক্তিকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 10:15 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বিয়ে করব' প্রতিশ্রুতি দিয়ে ৩ বছর ধরে মহিলার সঙ্গে...! হাত সাফাই লক্ষ লক্ষ টাকাও, শেষে বলে 'বিয়ে করব না'!