North 24 Parganas News: হিন্দু রীতি মেনে হল ভোম্বলের শ্রাদ্ধ, ভোজ খেলেন পাঁচশো অতিথি-সহ দেড়শ সারমেয়

Last Updated:

হিন্দু রীতি মেনে হল ভোম্বলের শ্রাদ্ধ, ভোজ খেলেন পাঁচশো অতিথি সহ দেড়শ সারমেয়

+
North

North 24 Parganas News: এলাকার মানুষের সমাগম হয়েছিলেন.

উত্তর ২৪ পরগনা: ১৩ বছর বয়সে সকলকে কাঁদিয়ে বিদায় নিয়েছে প্রিয় ভোম্বল। আর তাই প্রিয় ভোম্বলের হিন্দু রীতি মেনেই হল শ্রাদ্ধানুষ্ঠান। আমন্ত্রিত ছিলেন পাঁচশো অতিথি সহ দেড়শ পথচারী সারমেয়। অনুষ্ঠানের উদ্যোক্তা গোটা ব্যবসায়ী সমিতি। কারণ ভোম্বল যে ছিল বাজারের সকলের প্রিয়। ভাবছেন কে এই ভোম্বল!
ভোম্বল হল সকলের প্রিয় এক সারমেয়। চলতি মাসে মছলন্দপুর তেঁতুলিয়া রোডের পূর্ব বাজারে ঘন্টু ওরফে ভোম্বল শারীরিক অসুস্থতার কারণে সকলকে ছেড়ে পরলোকগমন করে। আর তারপরই গোটা বাজারে নেমে আসে শোকের ছায়া। ঘন্টু ছিল বাজারের ব্যবসায়ীদের সর্বক্ষণের সঙ্গী। মছলন্দপুর পূর্ব বাজার সমিতির পক্ষ থেকে জানা গিয়েছে, খুব ছোট অবস্থায় মসলন্দপুর তেঁতুলিয়া রোডে মছলন্দপুর পূর্ব বাজারে হটাৎ করে অপরিচিত একটি ছোট সারমেয়র দেখা মেলে।
advertisement
ব্যবসায়ীরা তাকে আদর করে নাম দেয় ঘন্টু। তবে প্রত্যেকে তাকে ডাক নাম ভোম্বল বলেই চেনেন। প্রতিদিনই ঘন্টুকে প্রত্যেক ব্যবসায়ী তাদের মত করেই খাওয়ার দিতেন। এভাবেই বাজারে আসা সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের কাছে, নিজেদের ঘরের ছেলেই হয়ে ওঠে ভোম্বল। বাজারে পাহারাদারের ভূমিকাও পালন করতেন এই ভোম্বল।
advertisement
advertisement
কিছুদিন আগে, প্রতিবেশী এক সারমেয়র আক্রমণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে সকলের প্রিয় ভোম্বল। ব্যবসায়ীদের পক্ষ থেকেই বেশ কিছুদিন ধরে চলছিল চিকিৎসা। তবে শেষ রক্ষা হয়নি।মৃত্যুর কাছে হার মানতে হয় ভোম্বলকেও। তাই এদিন, সকলের প্রিয় ভোম্বলের আত্মার শান্তি কামনা করে, হিন্দু শাস্ত্র মতে ১৫ দিনের মাথায় তাই আয়োজন করা হয় শ্রদ্ধানুষ্ঠানের। শুধু তাই নয়, শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে ব্যবসায়ী সমিতির উদ্যোগে খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: Wood Apple: বেল খেলে কী হয় জানেন? পাকা বেলের উপকারিতা চমকে দেবে! আগুন দাম বাজারে!
খাবারের মেনুতে সকলের জন্য ছিল খিচুড়ি সহ সবজি তরকারি। তবে, পথচারী সারমেয়দের ভোম্বলের শ্রাদ্ধানুষ্ঠানে খাওয়ানো হয় মাংস ভাত। নেমন্তনের তালিকায় ছিলেন ৫০০ জন অতিথি সহ দেড়শো পথচারী সারমেয়। রীতি মেনে ভোম্বলের আত্মার শান্তি কামনা করে এই শ্রাদ্ধানুষ্ঠান, এক অন্য বার্তা তুলে ধরল বলেই মনে করছেন পশুপ্রেমীরা।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: হিন্দু রীতি মেনে হল ভোম্বলের শ্রাদ্ধ, ভোজ খেলেন পাঁচশো অতিথি-সহ দেড়শ সারমেয়
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement