হাওড়া: আবারও হাওড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এক বাইক আরোহীর। গত তিন দিন আগে সকালে হাওড়ার বাগনানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তিন যাত্রীর, আহত হয়কয়েকজন। সেই দুর্ঘটনার পর শুক্রবার দুপুরে হাওড়ার কোনা হাইরোড সংলগ্ন সরস্বতী ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম প্রিতম মন্ডল। জানা গিয়েছে, এদিন দুপুরে ওই বাইক আরোহী কোনা হাই রোডের উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ওই বাইক আরোহীকে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায় কোনও গাড়ি, এমনটাই অনুমান।
গাড়ির ধাক্কার কারণে গুরুতর আহত হয় ওই বাইক আরোহী। আহত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন তিনি। কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা তা জানা যায়নি। দুর্ঘটনার খবর পুলিশের কাছে এসে পৌঁছলে। সেখানে দ্রুত পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাফিক পুলিশ ওই আহত বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।
আরও পড়ুন: Job Scam: 'রামধনুর খুব কাছে', আদালতে বিস্ফোরক দাবি ইডি-র! প্রভাবশালীদের বুক কাঁপছে?
আরও পড়ুন: Hooghly News: নিয়োগ দুর্নীতি কাণ্ডের নয়া চরিত্র রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক? চাঞ্চল্য
সেখানে আহত ওই বাইক আরোহীকে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির নাম পাওয়া গেলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত। সঠিক পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির সঠিক ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah news