Job Fraud: চাকরি দেওয়ার নামে ১৫ লক্ষ টাকা হাতিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী! 'সব গেল' বুঝে বিক্ষোভ প্রতারিত মহিলাদের
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas Job Fraud: চাকরি দেওয়ার নামে ১৫ লক্ষ টাকা হাতিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী। প্রতারকের বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের।
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: চাকরির আশ্বাসে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়ির সামনে হাজির মহিলারা। প্রতারকের বাড়ির সামনে জড়ো হয়ে ক্ষোভ জানালেন প্রতারিতরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে চরম ক্ষোভে ফেটে পড়লেন প্রতারিত মহিলারা। হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলা পাড়া এলাকায় ঘটল এমনই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের বিশপুর এলাকার ঘোলা পাড়ার ১২৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা এলাকার বেশ কয়েকজন মহিলাকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে মহিলাদের কাছ থেকে ধাপে ধাপে মোট প্রায় পনেরো লক্ষ টাকা নেন তিনি। অভিযোগ, সাতজনের কাছ থেকেই এমনভাবে টাকা সংগ্রহ করেছিলেন বিশাখা। কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরও চাকরির কোনও ব্যবস্থা করা হয়নি।
advertisement
advertisement
দিন ঘুরে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, এভাবে একের পর এক প্রতিশ্রুতি দিলেও মহিলারা শেষমেশ বুঝতে পারেন তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। এরপর নিজেদের দাবি জানাতে তারা এদিন সকালে বিশাখা জানার বাড়ির সামনে জমায়েত হয়ে বিষয়টি জানাতে শুরু করেন। কেউ দুঃখ প্রকাশ করেছেন, কেউ আবার ক্ষোভ। তাদের বক্তব্য, টাকা নেওয়ার পর শুধু আশা দেখানো হয়েছে। আজও চাকরি দূরের কথা, টাকা ফেরত পাওয়ারও কোনও নিশ্চয়তা নেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতারিত মহিলাদের দাবি, অবিলম্বে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে এবং অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এমন হয়রানির শিকার না হন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত কোনও কর্মীর এমন আচরণ মানুষের বিশ্বাস ভেঙে দেয়। এখন দেখার, প্রশাসন কী ব্যবস্থা নেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 04, 2025 10:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job Fraud: চাকরি দেওয়ার নামে ১৫ লক্ষ টাকা হাতিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী! 'সব গেল' বুঝে বিক্ষোভ প্রতারিত মহিলাদের

