Flight Cancellation: পরপর দু'দিন বাতিল বেঙ্গালুরুগামী বিমান, বাগডোগরাতেও বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা! যাত্রীদের তীব্র ক্ষোভ
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Bagdogra Flight Cancellation: বাগডোগরা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের পরপর দু'দিন বাতিল হওয়ায় তীব্র ক্ষোভ যাত্রীদের।
বাগডোগরা, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র: পরপর দুদিন একই বিমান বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়লেন বিমান যাত্রীরা। বাগডোগরা বিমানবন্দর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের পরপর দুদিন বাতিল হওয়ায় তীব্র ক্ষোভ যাত্রীদের। জানা গিয়েছে বিমানটি, গতকাল বুধবার বাতিল করা হয়েছিল। তারপর ফের এদিন বৃহস্পতিবারও বাতিল করা হল সেই বিমান।
জানা গিয়েছে, বুধবার দুপুর ১২.৩০ মিনিটে বেঙ্গালুরুগামী বিমানটির উড়ানের কথা থাকলেও, হঠাৎ বিমানটি বাতিল করা হয়। যাত্রীদের বোর্ডিং সম্পূর্ণ হওয়ার পরেও বিমানটি বাতিল ঘোষণা করা হয়। তারপর যাত্রীদের জন্য বৃহস্পতিবারের জন্য নতুন তারিখে টিকিট ইস্যু করা হয়। কিন্তু এদিন সকালে যাত্রীরা যখন বিমানবন্দরে পৌঁছন, তখন আবারও জানানো হয় সেই বিমানটিও বাতিল করা হয়েছে। এরপর যাত্রীদের ৬ তারিখের টিকিট দেওয়া হচ্ছে। অথবা ভাড়া ফেরতের প্রস্তাব দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
কিন্তু যাত্রীদের অভিযোগ, রিফান্ড নেওয়ার ক্ষেত্রে মোটা অংকের ক্যান্সেলেশন চার্জ কেটে নেওয়া হচ্ছে। তাঁদের আরও দাবি, কেউ চিকিৎসার জন্য, কেউ গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ দিতে বেঙ্গালুরু যাচ্ছিলেন। কিন্তু বারবার বাতিল হওয়ায় তাঁরা চরম সমস্যায় পড়েছেন। বিমান বারবার বাতিল হওয়ার কারণ সম্পর্কেও বিমানবন্দর কর্তৃপক্ষ পরিষ্কার কোনও ব্যাখ্যা দিচ্ছে না বলে অভিযোগ। আর তাতেই ক্ষুব্ধ যাত্রীরা।
advertisement
আরও পড়ুন: মা দাবি করে স্কুলে কন্যা সন্তানকে নিয়ে টানাহেঁচড়া, আটক গৃহবধূ! পুলিশ ডাকলেন প্রধান শিক্ষক
তবে এই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য ,সম্প্রতি গোটাজুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। বিভিন্ন বিমানবন্দরে একাধিক উড়ান বাতিল করা হয়েছে। আটকে পড়েছেন হাজার যাত্রী। তারই প্রভাব বাগডোগরা বিমানবন্দরেও পড়েছে বলে অনুমান করছেন অনেকে। তবে এসবের মধ্যে যাত্রীরা নানা সমস্য়ার মুখোমুখি হচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
December 04, 2025 10:10 AM IST

