Jhargram News: নজরদারিতে AI ক্যামেরা, রেকর্ড পরিমাণে ঝাড়গ্রামে কমেছে হাতির হানা! চমকে দেওয়া ধানের ফলন লোধাশুলি রেঞ্জে

Last Updated:

Jhargram News: বিগত বছরের তুলনায় ঝাড়গ্রামে ৯৫ শতাংশ কমে গিয়েছে হাতির আক্রমণ। কমেছে লোকালয়ে হানা, কমেছে ফসলের ক্ষতি।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
ঝাড়গ্রাম, রাজু সিং: হাতির তাণ্ডবের ঘটনা নতুন নয় জঙ্গলমহল জুড়ে। খাবারের খোঁজে জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের জনবহুল এলাকায় ঢুকে পড়ে হাতির দল। বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়। ক্ষতি হয় জঙ্গল লাগোয়া বাসিন্দাদের ঘর-বাড়িরও। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। বিগত বছরের তুলনায় এবার সংখ্যাটা প্রায় ৯৫ শতাংশ কমে এসেছে। বিগত বছরগুলির সঙ্গে পরিসংখ্যানের তুলনা করে দেখলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়।
২০২৩-২০২৪ মরশুমে হাতির আক্রমনে ব্যাপক ক্ষতির সম্মুখীন জঙ্গলমহলের কৃষকরা। প্রায় ৪৫-৫০ হেক্টর জমর ধান নষ্ট হয়েছিল হাতির তাণ্ডবে। বিভিন্ন সময়ে হাতির আগমনে ক্ষতি হয়েছে চাষিদের। কিন্তু সেই ছবি একধাক্কায় বদলে গিয়েছে চলতি অর্থবর্ষে। চলতি ২০২৪-২০২৫ মরশুমে হাতির আক্রমনে ফসলের ক্ষতির পরিমাণ ৫-৮ হেক্টর। বন দফতর থেকে পাওয়া তথ্যে ভিত্তিতে স্পষ্ট অনেকটাই কমেছে হাতির আক্রমণ।
advertisement
advertisement
খাবারের খোঁজে হাতির দল বারবার জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। ফলে অনেক সময় হাতির আক্রমণের মুখে পড়ে মৃত্যু হয়েছে মানুষের। বিগত বছরে হাতির আক্রমণের সংখ্যা ছিল ১৫’র ওপরে। তবে এবার তা কমে হয়েছে মাত্র ৪। ফলে হাতির আক্রমণে ফসল নষ্ট হওয়ার মাত্রা যেমন কমেছে, তেমনভাবেই কমেছে আক্রমণের সংখ্যা। এই তথ্য পাওয়া গিয়েছে বন বিভাগের তরফ থেকে।
advertisement
উল্লেখ্য, লোধাশুলি রেঞ্জের পেনিয়াভাঙ্গা, ন্যাকড়াবিন্দা, আমলাচটি, আস্তাশুলি সহ ১৪ -১৫ টি এবং ঝাড়গ্রাম রেঞ্জের বড়িয়া, জোয়ালভাঙ্গা, হদহদি সহ ২০-২৫ টি গ্রাম জঙ্গল লাগোয়া। ফলে এক প্রকার তাদের ভয়ে ভয়ে দিন কাটাতে হত। এবার ভয়ের পরিমাণ অনেকটাই কমে এসেছে সেখানে। কারণ হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে আসার পরিমাণ ও প্রবণতা কমে গিয়েছে। অন্যান্য বছর ঝাড়গ্রাম ও লোধাশুলী রেঞ্জের জঙ্গল লাগোয়া এলাকায় ধান চাষ করে সেভাবে লাভের মুখ দেখতেন না কৃষকরা। এবার ভাল হয়েছে ধান।
advertisement
তবে হাতির লোকালয়ে আনাগোনা কমানোর পিছনে রয়েছে বন দফতরের একাধিক কার্যকরী পদক্ষেপ। জঙ্গলমহলের ঝাড়গ্রামে হাতির আক্রমণের সংখ্যা কমাতে বিভিন্ন পন্থা অবলম্বন করেছে বনবিভাগ। হাতির গতিবিধি নজরে রাখতে বসানো হয়েছে AI ক্যামেরা। বাড়ানো হয়েছে ট্রাকার টিম। এছাড়াও বেড়েছে নজরদারি যানের সংখ্যা। পাশাপাশি বন সুরক্ষা কমিটির সঙ্গে সমন্বয় ও কুইক রেসপন্স টিম গঠন বেশি করে সাফল্য এনে দিয়েছে। অন্যদিকে বেড়েছে বনাঞ্চল, হাতির দল পেয়েছে পর্যাপ্ত খাবার। সবমিলিয়ে লোকালয়ে কমেছে হাতির হানা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নজরদারিতে AI ক্যামেরা, রেকর্ড পরিমাণে ঝাড়গ্রামে কমেছে হাতির হানা! চমকে দেওয়া ধানের ফলন লোধাশুলি রেঞ্জে
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement