স্বাধীনতার জ্বলন্ত ইতিহাস 'জীবন্ত' পর্দায়! থ্রিডি ছবির মাধ্যমে ফুটে উঠল সংগ্রামের কাহিনি, কোথায় এই উদ্যোগ জানেন?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বসিরহাটে আয়োজিত হল বিশেষ প্রদর্শনী।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ দেশ স্বাধীনে স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বের কাহিনি ফুটে উঠল বসিরহাটে বিশেষ প্রদর্শনীতে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতার ঝংকারে যেমন ব্রিটিশ শাসনকালে আন্দোলনের আগুন জ্বলে উঠেছিল, তেমনই স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বসিরহাটে আয়োজিত হল এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হরিমোহন দালাল গার্লস হাই স্কুলে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে স্কুল পড়ুয়াদের সামনে স্বাধীনতা আন্দোলনের নানা অধ্যায় তুলে ধরা হয়। প্রদর্শনীতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে ইংরেজ শাসনকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নানান চিত্র, বিপ্লবীদের জেলবন্দি জীবন ও সংগ্রামের ইতিহাস।
আরও পড়ুনঃ পচা পুকুরে ভেসে উঠল নিখোঁজ শিশুর দেহ! শিউরে ওঠা দৃশ্য, জনপ্রতিনিধির বিরুদ্ধে সরব এলাকাবাসী
স্বাধীনতা আন্দোলনে যুক্ত থাকায় তৎকালীন অ-বিভক্ত ভারতের বিভিন্ন জেল যেমন সেলুলার জেল, আলিপুর জেল, চট্টগ্রাম, ঢাকা-সহ একাধিক কারাগারে কেমন দিন কাটাতে হয়েছে বিপ্লবীদের, তার দলিলও উঠে এসেছে প্রদর্শনীর ছবিতে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু পাঠ্যবই নয়, আধুনিক থ্রিডি ছবির মাধ্যমে পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়েছে স্বাধীনতা সংগ্রামের নানা মুহূর্ত। নবাব সিরাজউদ্দৌলার সময়কাল থেকে শুরু করে ধাপে ধাপে ভারতের স্বাধীনতা সংগ্রামের পথ-পরিক্রমা, বিপ্লবীদের আত্মত্যাগ এবং সংগ্রামের ইতিহাস প্রাণবন্তভাবে উপস্থাপিত হয়েছে এই প্রদর্শনীতে। স্কুলের ছাত্রছাত্রীদের কাছে প্রদর্শনীটি হয়ে উঠেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু ইতিহাস নয়, স্বাধীনতা সংগ্রামীদের অমর আত্মত্যাগের বার্তা তারা আরও কাছ থেকে উপলব্ধি করার সুযোগ পেয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 4:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বাধীনতার জ্বলন্ত ইতিহাস 'জীবন্ত' পর্দায়! থ্রিডি ছবির মাধ্যমে ফুটে উঠল সংগ্রামের কাহিনি, কোথায় এই উদ্যোগ জানেন?