বাড়ির উঠোনে জমা জলে কিলবিল করছে জ্যান্ত মাছ! পেট পুরে খাচ্ছে এলাকাবাসী, কোথায় এমন ঘটছে?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
এক স্থানীয় বাসিন্দা হাঁড়ি হাতে জলে নেমেছিলেন মাছ ধরতে। কিছুক্ষণের মধ্যেই হাঁড়ি ভর্তি করে তেলাপিয়া মাছ তুলে নিয়ে যান তিনি।
পানিহাটি, উত্তর ২৪পরগনা, শুভজিৎ সরকারঃ রাজ্য জুড়ে যেন জল যন্ত্রণার পরিস্থিতি। নদী, নালা খাল, বিল জলে ভরে গিয়েছে। ফলে রাস্তাঘাট হোক কিংবা ঘরের ভিতর রীতিমতো বেগ পেতে হচ্ছে পানিহাটিবাসীকে। অবিরাম বৃষ্টির জেরে দু’মাস ধরে একপ্রকার জলের মধ্যেই জীবন কাটাচ্ছেন পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মানুষজন। তবে এরই মধ্যে দেখা গেল এক অনন্য চিত্র!
জলবন্দি জীবন পেরিয়ে স্কুল, কলেজ কিংবা কর্মক্ষেত্রে যাতায়াত করতে হচ্ছে ঠিকই কিন্তু বাজার করতে হচ্ছে না। পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর দোরগোড়ায় আসছে বাজার। অতিবৃষ্টির জেরে স্থানীয় জলাশয় উপচে পড়েছে। ফলে জলাশয় থেকে মাছ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘরের উঠোনে, রাস্তায় চড়ে বেরাচ্ছে জলাশয়ের মাছ। মাছ নিজে থেকেই পৌঁছে যাচ্ছে গৃহস্থের বাড়িতে। ঘরের দুয়ারে খেলা করছে তেলাপিয়া-সহ নানান প্রজাতির মাছ।
advertisement
আরও পড়ুনঃ সরকারি জায়গা দখল করে মাছের ভেড়ি! রাজ্যের ‘এই’ জেলায় যা হল… সমস্যায় কয়েকশো মানুষ!
এমন দৃশ্য দেখে রীতিমত আনন্দে ডগমগ এলাকাবাসী। সোনা মালিক নামে এক স্থানীয় বাসিন্দা হাঁড়ি হাতে জলে নেমেছিলেন মাছ ধরতে। কিছুক্ষণের মধ্যেই হাঁড়ি ভর্তি করে তেলাপিয়া মাছ তুলে নিয়ে যান তিনি।
advertisement
আরও পড়ুনঃ ইছামতীর জলে ডুবেছে ঘরবাড়ি! দেওয়ালে পিঠ ঠেকেছে, শেষে জেলাশাসকের গাড়ি আটকে যা করলেন গাইঘটার মহিলারা
তবে জলের দুর্ভোগ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ উগরাচ্ছেন এলাকাবাসী। পানিহাটির বিস্তীর্ণ অংশ দীর্ঘদিন ধরে জল নিকাশি সমস্যায় ভুগছে। স্থানীয়দের একটাই প্রশ্ন, এই অবস্থা থেকে কবে মুক্তি মিলবে?
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন স্থায়ী সমাধান করা হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে এলাকার লোকজনের মধ্যে। অতি বর্ষণের ফলে এখনও ডুবে রয়েছে রাস্তাঘাট। তার সঙ্গে এক ব্যতিক্রমী চিত্র হিসাবে ভেসে আসা মাছ যেন আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পানিহাটির বিস্তীর্ণ এলাকার জল নিকাশি ব্যবস্থার হাল ঠিক কতটা করুণ! এলাকার আশেপাশের মানুষের ব্যঙ্গাত্মক হাসি, “নামে পানিহাটি বলেই পানিতেই করতে হয় হাঁটাহাঁটি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 2:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়ির উঠোনে জমা জলে কিলবিল করছে জ্যান্ত মাছ! পেট পুরে খাচ্ছে এলাকাবাসী, কোথায় এমন ঘটছে?