North 24 Parganas News: বসিরহাটের এই স্কুলে গেলেই পাবেন ‘ট্রেনের টিকিট’! ক্লাসরুমের ভোল বদল, দেখে সেলাম ঠুকছেন অভিভাবকরা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
North 24 Parganas News: ট্রেনের বগিতে পড়াশোনা! দন্ডিরহাট প্রাথমিক বিদ্যালয়ের এক একটি শ্রেণিকক্ষ যেন রীতিমতো ট্রেনের বগি।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ট্রেনের বগিতে পড়াশোনা! দন্ডিরহাট প্রাথমিক বিদ্যালয়ের অভিনব উদ্যোগে মুগ্ধ সবাই। বিদ্যালয়ের এক একটি শ্রেণিকক্ষ যেন রীতিমতো ট্রেনের বগি। বাইরে থেকে দেখলেই মনে হবে, এখুনি বুঝি ছুটে চলবে ‘রাজধানী এক্সপ্রেস’। বসিরহাটের দন্ডিরহাট প্রাথমিক বিদ্যালয়ে এমনই অভিনব ভাবনায় সাজানো হয়েছে প্রতিটি শ্রেণিকক্ষ। পড়াশোনার পাশাপাশি আনন্দ ও কৌতূহল জাগিয়ে তুলতেই এই ব্যতিক্রমী উদ্যোগ।
বিদ্যালয় চত্বর জুড়েই রয়েছে নানান রঙিন অলংকরণ। দেওয়ালে দেওয়ালে আঁকা হয়েছে চোখধাঁধানো চিত্রকলা, যা দেখলে যে কারও চোখ আটকে যেতে বাধ্য। একঘেয়ে পড়াশোনার পরিবেশ ভেঙে, শিশুদের শেখার প্রতি আগ্রহ বাড়াতেই এমন পরিকল্পনা বলে জানাচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। একটি শ্রেণিকক্ষে তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, সাপ-সহ নানা ধরনের প্রাণীর ছবি।
advertisement
advertisement
কোথাও ফুটিয়ে তোলা হয়েছে ঋতুচক্র, আবার কোথাও বিজ্ঞান ও ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। পাঠ্যবইয়ের বাইরের জটিল বিষয়গুলিকে সহজ ও দৃশ্যমান করে তুলতেই এই দেওয়ালচিত্রের ব্যবহার। শুধু বিষয়ভিত্তিক শিক্ষা নয়, ছাত্রছাত্রীদের সামাজিক ও পারিবারিক সম্পর্কের ধারণা দিতেও দেওয়ালে চিত্রিত হয়েছে নানা ছবি। বাবা-মা, ভাই-বোন, বন্ধু ও সমাজের বিভিন্ন ভূমিকার মানুষদের চিত্র দেখে শিশুরা খুব সহজেই সম্পর্কগুলির অর্থ বুঝতে পারছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অসাধারণ পরিবেশেই প্রতিদিন পড়াশোনা করে দন্ডিরহাট প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। শিক্ষক-শিক্ষিকাদের মতে, এর ফলে শিশুদের উপস্থিতি বেড়েছে, পড়াশোনায় মনোযোগও অনেক বেশি। অভিভাবকরাও এই উদ্যোগে খুশি। সবমিলিয়ে দন্ডিরহাট প্রাথমিক বিদ্যালয় প্রমাণ করে দিয়েছে, ইচ্ছা থাকলে অল্প খরচেই পড়াশোনাকে আনন্দময় ও প্রাণবন্ত করে তোলা যায়। এই অভিনব শিক্ষাবান্ধব পরিবেশ এখন বসিরহাটের গর্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 06, 2026 4:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বসিরহাটের এই স্কুলে গেলেই পাবেন ‘ট্রেনের টিকিট’! ক্লাসরুমের ভোল বদল, দেখে সেলাম ঠুকছেন অভিভাবকরা







