North 24 Parganas News: সীমান্তের এই সব শিল্পকে বিশেষ স্বীকৃতি, দিন বদলের আশা দেখছে অনেকে
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: সীমান্ত এলাকার এই শিল্পগুলিকে বিশেষ স্বীকৃতি, দিন বদলের আশা দেখছে অনেকে
উওর ২৪ পরগনা: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সরকারি অনুষ্ঠানে বনগাঁ পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ শিল্প, কচুরিপানা শিল্প এবং আরএমজি ক্লাস্টারকে বিশেষ স্বীকৃতি পেল। রাজ্যের মন্ত্রীর হাত থেকে সম্মাননা পাওয়ায় খুশি বনগাঁবাসী। এই সম্মাননা আগামী দিনে সীমান্ত শহরের অর্থনৈতিক উন্নতিতে নতুন দিশা দেখাবে বলেও মনে করা হচ্ছে।
বনগাঁ পৌরসভার উদ্যোগে কচুরিপানা শিল্প এবং আরএমজি ক্লাস্টারের মাধ্যমে নানা শিল্পকর্মের মধ্যে দিয়ে এলাকার মানুষদের স্বনির্ভর করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন স্বনির্ভর প্রকল্পের সুবিধা পেয়ে পৌরসভা তা সফলভাবে বাস্তবায়ন করেছে ৷
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
সেগুলির মাধ্যমে এলাকার মহিলা সহ সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন করতে সচেষ্ট হচ্ছে। গোপাল শেঠ আরও বলেন, বনগাঁর কচুরিপানা শিল্প এবং আরএমজি ক্লাস্টার রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য নজির হয়ে উঠতে পারে, যা আগামী দিনে বহু মানুষের কর্মসংস্থানও সুনিশ্চিত করবে।
advertisement
আরও পড়ুন: High Blood Sugar Control Tips: শীতের বাজারে সুস্থ শরীরের রামবাণ! ডায়াবেটিস থাকবে পায়ের তলায়, টগবগে, চনমনে ফিট শরীর
সরকারি উদ্যোগে তাই হাব তৈরি করারও চিন্তাভাবনা করা হচ্ছে। সীমান্ত অঞ্চলে এই শিল্পগুলির উপর নির্ভর করেই তাই দিন বদলের আশা দেখছে বনগাঁর মানুষজন।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2025 7:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সীমান্তের এই সব শিল্পকে বিশেষ স্বীকৃতি, দিন বদলের আশা দেখছে অনেকে