North 24 Parganas News: ব্লক, জেলা সবাইকে জানিয়েও কিছু হচ্ছে না! এবার কড়া সিদ্ধান্ত, পদত্যাগের হুঁশিয়ারি খোদ পঞ্চায়েত সদস্যের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: এই রাস্তা দিয়ে এলাকার প্রায় ১৫০টি পরিবারের মানুষ প্রতিদিন হাট-বাজার, হাসপাতাল, থানা, স্কুল-কলেজ, বিডিও অফিস সহ নানা প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন।
উত্তর ২৪ পরগনা: রাস্তা না সারলে ইস্তফা, হুঁশিয়ারি পঞ্চায়েত সদস্যের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের সাড়াপুল নির্মাণ দত্ত গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান গ্রামের প্রায় তিন কিলোমিটার রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। কাঁচা রাস্তার জায়গায় বড় বড় গর্ত, সামান্য বৃষ্টি হলেই কাদা আর জল জমে চলাফেরা দুঃসাধ্য হয়ে যায়।
উত্তর ২৪ পরগনার এই রাস্তা দিয়ে এলাকার প্রায় ১৫০টি পরিবারের মানুষ প্রতিদিন হাট-বাজার, হাসপাতাল, থানা, স্কুল-কলেজ, বিডিও অফিস সহ নানা প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। রাস্তার দুই ধারে রয়েছে বিস্তীর্ণ চাষের জমি। কৃষকরা তাদের উৎপাদিত ধান-সবজি এই রাস্তা দিয়েই ঘরে তোলেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে দিনের পর দিন সমস্যায় পড়তে হচ্ছে কৃষক থেকে পড়ুয়া, রোগী থেকে সাধারণ মানুষ—সবাইকে।
advertisement
advertisement
রাস্তার এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডল জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, এমনকি বিভিন্ন দফতরে একাধিকবার আবেদন জানান হলেও কোন সুরাহা মেলেনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবশেষে এলাকার মানুষের ক্ষোভে সরব হয়ে অনিমেষবাবু জানিয়েছেন, “এই রাস্তা আমাদের গ্রামের লাইফলাইন। সাধারণ মানুষ থেকে কৃষক—সকলের অসুবিধা হচ্ছে। যদি আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তাহলে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দেব।” এখন দেখার, পঞ্চায়েত সদস্যের এই হুঁশিয়ারির পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় কি না, নাকি আবারও সমস্যার গর্তেই আটকে থাকবে কাটাবাগান গ্রামের রাস্তা।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 2:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ব্লক, জেলা সবাইকে জানিয়েও কিছু হচ্ছে না! এবার কড়া সিদ্ধান্ত, পদত্যাগের হুঁশিয়ারি খোদ পঞ্চায়েত সদস্যের