North 24 Parganas News: বিয়ের দেড় বছরের মধ্যেই সব শেষ! যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে পিষে দিল লরি

Last Updated:

North 24 Parganas News: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বড় লরি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। সেই সময় সামনে থেকে আসা মোটরবাইকটিকে পিষে দেয় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

যশোর রোডে দুর্ঘটনা
যশোর রোডে দুর্ঘটনা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ দেড় বছর আগেই বিয়ে হয়েছে, রয়েছে ছোট্ট কন্যা সন্তান। হাবরায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ঘটে গেল বড় দুর্ঘটনা। যশোর রোডে করুণ পরিণতি বারাসাতের বাসিন্দার। মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। জানা গিয়েছে, অশোকনগর থানা এলাকার গুমা চৌমাথা সংলগ্ন যশোর রোডে এদিন সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান বারাসাত নবপল্লীর বাসিন্দা অপূর্ব ধর (৩৮)।
পরিবারের দাবি, হাবড়ায় শ্বশুরবাড়িতে এসে ছিলেন অপূর্ববাবু। এদিন সকালে সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হন। তখনই ঘটে যায় এই দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বড় লরি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। সেই সময় সামনে থেকে আসা মোটরবাইকটিকে পিষে দেয় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অপূর্ববাবুর।
advertisement
আরও পড়ুনঃ হোটেল কর্মীর ছেলের চিকিৎসা খরচ ৫০ লক্ষ টাকা, দিশেহারা পরিবার! দরকার ‘আমার-আপনার’ সাহায্য
প্রত্যক্ষদর্শীদের মতে, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যায়। সেই সময় লরির নীচে পিষ্ট হয়ে প্রাণ হারান ওই ব্যক্তি। মৃত অপূর্ব ধর বারাসাতে একটি ডায়াগনস্টিক ক্লিনিক চালাতেন বলে জানা গিয়েছে। দেড়-দু’বছর আগে তাঁর বিয়ে হয়। তিন মাসের একটি কন্যা সন্তান রয়েছে। আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক লরিটি আটক করা হলেও চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন সকালের এই ঘটনায় যশোর রোডে সাময়িক যানজটের সৃষ্টি হয়। যশোর রোড চওড়া করার দাবিতে স্থানীয় বাসিন্দারা অবরোধ ও বিক্ষোভ দেখাতে শুরু করেন। গোটা পরিস্থিতি সামাল দিতে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, লরিটির এক্সেল ফেল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, যতক্ষণ না রাস্তা সংস্কারের পরিকল্পনা নিয়ে ইঞ্জিনিয়াররা আসছেন ততক্ষণ এই অবরোধ চালিয়ে যাওয়া হবে। গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিয়ের দেড় বছরের মধ্যেই সব শেষ! যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে পিষে দিল লরি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement