রান্না করার সময় মর্মান্তিক...! অকালে প্রাণ গেল গৃহবধূর, দুর্ঘটনা না অন্যকিছু? খতিয়ে দেখছে পুলিশ

Last Updated:

বাড়িতে কাঠের উনুনে রান্না করছিলেন ৪৪ বছরের গৃহবধূ হাসিনা বিবি। হঠাৎই উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে তাঁর গায়ে লেগে যায়।

হাড়োয়া হাসপাতালে সামনে পরিবার ও এলাকাবাসী
হাড়োয়া হাসপাতালে সামনে পরিবার ও এলাকাবাসী
হাড়োয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: কাঠের উনুনে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ, প্রাণ গেল গৃহবধূর। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানআটি গ্রামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় বাড়িতে কাঠের উনুনে রান্না করছিলেন ৪৪ বছরের গৃহবধূ হাসিনা বিবি। হঠাৎই উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে তাঁর গায়ে লেগে যায়।
চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা হাসিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
advertisement
advertisement
প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। গৃহবধূর অকাল মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ গ্রামজুড়েও নেমে এসেছে নীরবতা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার প্রত্যন্ত গ্রাম্য এলাকায় অনেক পরিবার এখনও কাঠের উনুন বা কেরোসিনের চুলার ওপর নির্ভরশীল। সেই কারণে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। হাসিনা বিবির মৃত্যুতে নিরাপদ রান্নার ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফে এই ধরনের দুর্ঘটনা রুখতে সচেতনতা বাড়ানো এবং গৃহস্থালির নিরাপত্তা জোরদার করার দাবিও উঠেছে।
advertisement
এলাকার এক বাসিন্দা জানান, “আমাদের এলাকায় এখনও বহু গৃহবধূ উনুনে রান্না করেন। এর ফলে এমন ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ প্রশিক্ষণ ও সচেতনতা প্রয়োজন।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রান্না করার সময় মর্মান্তিক...! অকালে প্রাণ গেল গৃহবধূর, দুর্ঘটনা না অন্যকিছু? খতিয়ে দেখছে পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement