Post Office: পলিথিন খাটিয়ে সরকারি অফিসের কর্মীরা...! পরিষেবা দিচ্ছেন গ্রাহকদের, অবাক করা পোস্ট অফিসের দেখা মিলবে এই জায়গায়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Post Office: পোস্ট অফিসের ছাদ চুইয়ে জল পড়া যেন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টপটপ করে জল পড়তে পড়তে মেঝেতে জল জমে থাকে।
উত্তর ২৪ পরগনা: ছাদের ফাঁক দিয়ে টপটপ জল, পোস্ট অফিসে পলিথিন টাঙ্গিয়ে গ্রাহক পরিষেবা দিচ্ছেন কর্মীরা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদের ভেবিয়া পোস্ট অফিসে বর্ষা এলেই শুরু হয় জলযন্ত্রণা। পোস্ট অফিসের ছাদ চুইয়ে জল পড়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টপটপ করে জল পড়তে পড়তে মেঝেতে জল জমে থাকে। আর সেই জল থেকে অফিসের কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য সামগ্রী বাঁচাতে কোন রকমে পলিথিন খাটিয়ে কাজ চালাচ্ছেন পোস্ট অফিসের কর্তব্যরত কর্মীরা।
উত্তর ২৪ পরগনার ওই পোস্ট অফিসের ভেতরের মত একই অবস্থা বাইরে রাস্তাতেও। পোস্ট অফিসের সামনের রাস্তায় জল জমে জলযন্ত্রণার সৃষ্টি হচ্ছে। ফলে গ্রাহকরা আসতে গিয়ে ভিজে যাচ্ছেন, আবার অফিসের ভেতর ঢুকেও দেখা যাচ্ছে জলের দখল। প্রতিদিন শত শত মানুষ এই পোস্ট অফিসে এসে নানা কাজ মেটান, কিন্তু এই ভগ্নদশার কারণে অফিসের কাজের গতি ধীর হয়ে যায়। ফলে গ্রাহকদের প্রয়োজনীয় কাজে দেরি হওয়ায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই পোস্ট অফিসের ছাদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু এখনও স্থায়ী মেরামতের কোন উদ্যোগ নেয়নি দফতর। বর্ষার সময় বিদ্যুৎ সংযোগ নিয়েও থাকে বিপদের আশঙ্কা, কারণ ভেতরে জমা জল থেকে শর্ট সার্কিটের ঝুঁকি থেকে যায় প্রতিনিয়ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে পোস্ট অফিসের কর্মীরা জানান, এই অবস্থায় প্রতিদিন কাজ করা অত্যন্ত বিপজ্জনক এবং পরিষেবা স্বাভাবিক রাখতে এই সমস্যার স্থায়ী সমাধান একান্ত প্রয়োজন। এদিকে, বর্ষার সময়ে পরিষেবা নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে প্রবীণ গ্রাহকদেরও। এলাকার মানুষ ও স্থানীয় বিশিষ্টরা দ্রুত সমস্যার সমাধানের জন্য ডাক দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। না হলে আগামী দিনে পরিষেবার কাজ পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 4:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Post Office: পলিথিন খাটিয়ে সরকারি অফিসের কর্মীরা...! পরিষেবা দিচ্ছেন গ্রাহকদের, অবাক করা পোস্ট অফিসের দেখা মিলবে এই জায়গায়