North 24 Parganas: মাথায় আঘাত, হাত ভাঙা, ঘরের মধ্যে গলায় শাড়ির ফাঁস দেওয়া রক্তাক্ত দেহ, সন্তানকে নিয়ে নিখোঁজ স্ত্রী, তদন্তে হাড়োয়ার পুলিশ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ঘটনাস্থল থেকে উদ্ধার একটি কোদাল। ঘটনার পর ছেলেকে নিয়ে বেপাত্তা স্ত্রী। নিহতের স্ত্রীর খোঁজে তল্লাশি পুলিশের।
হাড়োয়া,জিয়াউল আলম: উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় খুন, গলায় শাড়ি জড়ানো রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতের মাথায় আঘাতের চিহ্ন, একটি হাত ভাঙা। অভিযোগ, কুপিয়ে-গলায় শাড়ির ফাঁস দিয়ে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি কোদাল। ঘটনার পর ছেলেকে নিয়ে বেপাত্তা স্ত্রী। নিহতের স্ত্রীর খোঁজে তল্লাশি পুলিশের।
হাড়োয়ায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য, মাথায় আঘাতের চিহ্ন, একটি হাত ভাঙা, প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ব্যাক্তিকে। ঘটনার পর থেকে দশ বছরের ছেলেকে নিয়ে এলাকা ছাড়া মৃত ব্যক্তির স্ত্রী পুষ্প মণ্ডল। ঘটনাস্থলে উদ্ধার কোদাল। গোটা ঘটনার তদন্তে হাড়োয়া থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার রায়খাঁ এলাকায়। মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত মণ্ডল (৪২)। মৃত ব্যক্তির আত্মীয়দের দাবি, সোমবার সন্ধ্যায় ঘরের মধ্যে, গলায় শাড়ি জড়ানো অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির আত্মীয়দের দাবি, প্রায়দিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা-গণ্ডগোল লেগে থাকত।
advertisement
advertisement
প্রতিবেশীদের দাবি, এর আগেও দু’বার লক্ষ্মীকান্ত মণ্ডলকে ধারাল অস্ত্রের কোপ মারে স্ত্রী পুষ্প। একাধিকবার বিচার-সালিশি সভা করেও মেটেনি স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব। সোমবার সকালেও দু’জনের মধ্যে ঝগড়া হয় বলে অভিযোগ। তার পর সন্ধ্যায় ঘড়ের মধ্যে গলায় শাড়ি জড়ানো অবস্থায় মেলে লক্ষ্মীকান্ত মণ্ডলের রক্তাক্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, স্বামীকে কুপিয়ে, গলায় শাড়ির ফাঁস দিয়ে খুন করা হয়েছে লক্ষ্মীকান্ত মণ্ডলকে। ছেলেকে নিয়ে এলাকা ছাড়া স্ত্রী পুষ্প মণ্ডল। পলাতক স্ত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 8:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas: মাথায় আঘাত, হাত ভাঙা, ঘরের মধ্যে গলায় শাড়ির ফাঁস দেওয়া রক্তাক্ত দেহ, সন্তানকে নিয়ে নিখোঁজ স্ত্রী, তদন্তে হাড়োয়ার পুলিশ