North 24 Parganas News: মিনিটে মিনিটে প্রাণহানির আশঙ্কা! সংস্কার সুরাহা নয়, বসিরহাটের ব্যস্ততম ২০ কিমি রাস্তা নিয়ে নতুন দাবি স্থানীয়দের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: রাস্তা অত্যন্ত সরু। যার ফলে বড় গাড়ি চলাচলের সময় বিপত্তি দেখা দেয়। একদিকে বড় গাড়ি চললে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িকে দাঁড়িয়ে পড়তে হয়।
উত্তর ২৪ পরগনা: সংস্কারে চলবে না, চাই প্রশস্ত পথ! ব্যস্ততম রাস্তায় প্রতিদিন প্রাণহানি আশঙ্কা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংযোগপথ হল ভেবিয়া শ্মশান থেকে খোলাপোতা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ রাস্তা। সন্দেশখালি, মিনাখাঁ ও বসিরহাট-২ ব্লকের লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বসিরহাট জেলা হাসপাতাল, আদালত, কলেজ কিংবা চাঁপাপুকুর রেলস্টেশনে পৌঁছতে এই রাস্তার উপরেই ভরসা রাখতে হয় সাধারণ মানুষকে।
যদিও এই রাস্তাটির একাধিকবার সংস্কার হয়েছে, তবুও প্রাথমিক সমস্যা থেকে যায়—রাস্তা অত্যন্ত সরু। যার ফলে বড় গাড়ি চলাচলের সময় বিপত্তি দেখা দেয়। একদিকে বড় গাড়ি চললে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িকে দাঁড়িয়ে পড়তে হয়। ফলে যাত্রীদের পড়তে হয় দীর্ঘ যানজটে। এছাড়াও সরু রাস্তায় নিয়মিতই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রতিদিন অসংখ্য স্কুল পড়ুয়া, চাকরিজীবী ও রোগী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। যেকোন মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার ওই এলাকাবাসীদের ক্ষোভ, “এই রাস্তাটি আমাদের জীবনের লাইফলাইন। কিন্তু এত সরু যে চলাচল করাই দায়। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই রাস্তাটি দ্রুত প্রশস্ত করা হোক। নয়তো পরিস্থিতি আরও জটিল হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিত্যদিন এই রাস্তায় ছোট থেকে বড় গাড়ি, অটো, বাইক ও সাইকেলের ভিড় লেগেই থাকে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে রাস্তার দু’ধারে দোকানপাট ও বাজারের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। যাত্রী ও পথচারীদের হাঁটা পর্যন্ত দায় হয়ে পড়ে। একই সঙ্গে প্রয়োজন উপযুক্ত রাস্তা রক্ষণাবেক্ষণ ও নজরদারি। দীর্ঘদিনের এই অবহেলা থেকে মুক্তি পেতে এলাকার মানুষ এখন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলছেন-রাস্তা প্রশস্ত হোক, প্রাণ বাঁচুক!
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মিনিটে মিনিটে প্রাণহানির আশঙ্কা! সংস্কার সুরাহা নয়, বসিরহাটের ব্যস্ততম ২০ কিমি রাস্তা নিয়ে নতুন দাবি স্থানীয়দের