বাঁচল ক্যান্সার আক্রান্ত বৃদ্ধার প্রাণ, বারাসত হাসপাতালে প্রথম হল এই অস্ত্রপচার
- Edited by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
বারাসত কাজিপাড়ার বাসিন্দা ৭৭ বছরের ছায়া রানী দে ভর্তি হন হাসপাতালে। তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পরে। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। জেলা হাসপাতালেই হল বিরল অপারেশন।
#উত্তর ২৪ পরগনা: সফল অস্ত্রপচার করে ৭৭ বছরের এক বৃদ্ধার প্রাণ বাঁচাল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল। এই প্রথম এ ধরনের অপারেশন করা হল জেলা হাসপাতালে। সফলতা মেলায় উচ্ছ্বসিত চিকিৎসক সহ হাসপাতাল কর্মী ও রোগীর পরিবারের সদস্যরাও। আর্থিক সমস্যা থাকায় বারাসত হাসপাতালের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই।
হাসপাতাল সুপার সুব্রত মন্ডল জানান, বারাসত কাজিপাড়ার বাসিন্দা ৭৭ বছরের ছায়া রানী দে ভর্তি হন হাসপাতালে। তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পরে। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, অন্য কোথাও নিয়ে গিয়ে অপারেশন করাবে সেই সামর্থ্যও নেই। অবশেষে হাসপাতালে সুপারের নির্দেশ মত ডাঃ রবিন মুখোপাধ্যায়, ওঙ্ক সার্জেন্ট ডাঃ রাজীব কান্তি শিকদার সহ নার্সিং স্টাফদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
সেইমত সবরকম পরীক্ষা-নিরীক্ষা করে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ সময় ধরে চলা অপারেশনের পর আজ রোগীকে জেনারেল বেডে দেওয়া হয়। সম্পূর্ণ সুস্থ রয়েছেন ওই রোগী বলেই হাসপাতাল সূত্রে খবর। এই প্রথম এমন ধরনের অপারেশন হল বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে।
advertisement
advertisement
যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল তাই এই ধরনের ঝুঁকিপূর্ণ অপারেশন আগামীতে করতে হবে বলে জানান চিকিৎসকরা। তারা হাসপাতাল সুপারের ভরসায় এই অপারেশন করতে সফল হয়েছেন বলেই জানান চিকিৎসকরা। সম্পুর্ন চিকিৎসা বিনামূল্যে হয়েছে, এবং আগামীতে কেমোথেরাপিও রোগীকে হাসপাতাল থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। ফলে নতুন এক দৃষ্টান্ত তৈরি করল জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতাল।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 9:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁচল ক্যান্সার আক্রান্ত বৃদ্ধার প্রাণ, বারাসত হাসপাতালে প্রথম হল এই অস্ত্রপচার