২১ গ্রামের এই জিনিসের ডেলিভারি দিতে এসেছিল যুবক! ওঁত পেতে ছিল পুলিশ, টার্গেট সামনে আসতেই...

Last Updated:

২১ গ্রামের এই জিনিসের ডেলিভারি দিতে এসেছিল যুবক! ওঁৎ পেতে ছিল পুলিশ, টার্গেট সামনে আসতেই পাকড়াও

পুলিশের হাতে গ্রেফতার যুবক। ছবি সৌজন্যেঃ এআই
পুলিশের হাতে গ্রেফতার যুবক। ছবি সৌজন্যেঃ এআই
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে প্রায় ২১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রকাশ পোদ্দার, বয়স ২২ বছর, বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকার বাসিন্দা। বিগত কয়েকমাস ধরে এই নিষিদ্ধ মাদক চোরাকারবারের কাজ করছে বলে সাংবাদিকদের প্রশ্নের মুখে জানিয়েছে ওই যুবক।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের নয়া গোপালগঞ্জ এলাকায় হানা দেয় পুলিশ। সেই সময় বছর ২২ এর ওই যুবককে হেরোইন সহ হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের কাছে তল্লাশি চালিয়ে প্রায় ২১ গ্রাম উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক এই এলাকায় হেরোইন ডেলিভারি দিতে এসেছিল। তাদের কাছে খবর ছিল, সেই খবর মোতাবেক চোরাকারবারি প্রকাশ পোদ্দারকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ মাদকের চোরাকারবার রুখতে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুলিশ প্রশাসন সদা তৎপর রয়েছে এবং এই চোরাকারবারের সঙ্গে কারা যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ধৃতকে বুধবার বারাসাত আদালতে পাঠাবে বনগাঁ থানার পুলিশ।
advertisement
যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দাদের মধ্যে মাদক নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। কেননা এই ধরনের মাদক কারবার রীতিমতো যুবসমাজকে নেশাগ্রস্ত করে ফেলছে। এমন মাদকাসক্তির কারণে বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই সহ অন্যান্য অসামাজিক কাজকর্ম বাড়ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২১ গ্রামের এই জিনিসের ডেলিভারি দিতে এসেছিল যুবক! ওঁত পেতে ছিল পুলিশ, টার্গেট সামনে আসতেই...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement