Bangla News: বিয়ে হওয়া তো দূর, ঠিক হলেও তা দু-দিনে ভেঙে যাচ্ছে, ভুলেও কেউ আসতে চায় না এই গ্রামে, জানেন কেন? শুনলে আঁতকে উঠবেন আপনিও
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Bangla News: মেয়ের বিয়ে কেউ দিতে চাইছে না এই দুই গ্রামে, প্রসূতি মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে হয় খাটিয়ায় করে, বর্তমান সময় যেন মধ্যযুগে বসবাস করছে এই গ্রামের মানুষজন!
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : বিয়ে তো দূরের কথা সম্মন্ধ দেখতেও কেউ আসতে চায় না এই দুই গ্রামে। আর যদি মেয়ের বিয়ে ঠিকও হয়ে যায় বারে, বারে ভেঙ্গে যাচ্ছে । মাথায় হাত পড়ছে মানবাজার এক নম্বর ব্লকের চাঁদড়া পায়রাচালী অঞ্চলের গোবদ্দা ও কোলডিহা গ্রামের বাসিন্দাদের। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই গ্রামে নেই রাস্তা। চারিদিক খানাখন্দে ভরা। উঁচু-নিচু রাস্তা দিয়ে পথ চলতে হয় সাধারণ মানুষকে। প্রতিনিয়ত সাবধানতা অবলম্বন করতে হয়। না হলে যে-কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
বারে বারে প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। রাস্তা না হওয়ার কারণে নানান সমস্যার মধ্যে পড়ছেন গ্রামবাসীরা। গ্ৰামে কেউ অসুস্থ হলে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে হয় খাটিয়ায় করে। এই রাস্তা সমস্যার কারণে ভেস্তে যাচ্ছে একাধিক বিয়ে। আর বর্ষার দিনে এই রাস্তার অবস্থা একেবারেই ভয়ঙ্কর হয়ে ওঠে।
advertisement
আরও পড়ুন-রাত পোহালেই রাধাষ্টমী…! এই ৬ রাশি ‘ভাগ্যবান’, কেরিয়ারে উন্নতি, রাধারানির কৃপায় খুলবে ভাগ্যের দরজা, কাদের লাগবে ‘লটারি’?
এ বিষয়ে গ্রামবাসীরা বলেন, এই রাস্তার কারণে মাঝে মধ্যেই বিপদ ঘটছে। ছোট ছোট শিশুরা আইসিডিএস সেন্টারে যেতে পারছে না। মেয়ের বিয়ে ঠিক হলে বিয়ে ভেঙে যাচ্ছে। এমনকি এই গ্রামে কেউ নিজের বিয়ে করে আসতেও চাইছে না। প্রসূতি মহিলাদের নিয়ে যেতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। প্রসূতি মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। তাই তারা অবিলম্বে রাস্তা নির্মাণের দাবি করছেন।
advertisement
advertisement
আরও পড়ুন-বুকের পাশে বা গোপনাঙ্গে ‘তিল’রয়েছে? কীসের লক্ষণ জানেন! মানুষ হিসেবে এঁরা কেমন? তিল দেখেই জানুন চরিত্র, মিলিয়ে নিন আপনারটাও
এ বিষয়ে মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর বলেন, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সমস্যার সমাধান হবে। বর্তমানে এই সময় দাঁড়িয়েও রাস্তা না হওয়ার কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন মানবাজারে এক নম্বর ব্লকের পায়রাচালী অঞ্চলের গোবদ্দা ও কোলডিহা গ্রামের বাসিন্দারা। কবে তাদের সমস্যার সমাধান হবে সেই অপেক্ষাতেই রয়েছেন তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 6:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বিয়ে হওয়া তো দূর, ঠিক হলেও তা দু-দিনে ভেঙে যাচ্ছে, ভুলেও কেউ আসতে চায় না এই গ্রামে, জানেন কেন? শুনলে আঁতকে উঠবেন আপনিও