Modi-Trump: ‘বুধবার মোদি আর ট্রাম্পের ফোনে কোনও কথাই হয় নি’! ফের ‘অসত‍্য’ দাবি মার্কিন প্রেসিডেন্টের? রাশিয়ার তেল নিয়ে বড় ঘোষণা ভারতের

Last Updated:

Narendra Modi-Donald Trump: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও কথাই হয়নি।

‘বুধবার মোদি আর ট্রাম্পের ফোনে কোনও কথাই হয় নি’! ফের ‘অসত‍্য’ দাবি মার্কিন প্রেসিডেন্টের? রাশিয়ার তেল নিয়ে বড় ঘোষণা ভারতের
‘বুধবার মোদি আর ট্রাম্পের ফোনে কোনও কথাই হয় নি’! ফের ‘অসত‍্য’ দাবি মার্কিন প্রেসিডেন্টের? রাশিয়ার তেল নিয়ে বড় ঘোষণা ভারতের
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও কথাই হয়নি। বৃহস্পতিবার স্পষ্ট করে জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন রাশিয়ার সঙ্গে তেল কেনার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে। যদিও সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানান হল মোদি এবং ট্রাম্পের মধ‍্যে ফোন বা অন‍্য কোনওভাবে বুধবার কোনও কথাই হয়নি।
বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক বৈঠকে দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি তাঁকে জানিয়েছেন, এরপর থেকে আর রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত৷ পাশাপাশি জানিয়েছেন, এর মাধ্যমে মস্কোকে অর্থনৈতিক ভাবে একঘরে করার ক্ষেত্রে এটি একটি বিরাট পদক্ষেপ বলে মনে করছেন তিনি৷
advertisement
advertisement
যদিও এ প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ‍্যে কোনও কোনও কথোপকথন বা টেলিফোন কল হয়েছে কি না, গতকাল দুই নেতার মধ্যে কোনও কথোপকথনের বিষয়ে আমি অন্তত এমন কোনও কিছুই জানি না।’’
প্রসঙ্গত, ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি পৃথক বিবৃতিতে জানান হয়, ‘‘ভারত তেল ও গ্যাসের একটি উল্লেখযোগ্য আমদানিকারক। জ্বালানি বাজারের এই অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিগুলি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারা পরিচালিত৷’’
advertisement
ভারতের জ্বালানি নীতির দু’টি লক্ষ্য সম্পর্কে আরও বিস্তারিতভাবে বলতে গিয়ে ভারত সরকারের তরফে বলা হয়েছে যে, তাদের অগ্রাধিকার হল স্থিতিশীল জ্বালানির দাম এবং সরবরাহ নিশ্চিত করা। বিবৃতিতে জানানো হয়েছে, “এর মধ্যে রয়েছে আমাদের জ্বালানি উৎসের বিস্তৃত ভিত্তি তৈরি করা এবং বাজারের পরিস্থিতি পূরণের জন্য যথাযথভাবে বৈচিত্র্য আনা৷”
advertisement
বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে বলতে গেল, আমরা বহু বছর ধরে আমাদের জ্বালানি ক্রয় সম্প্রসারণের চেষ্টা করে আসছি। গত দশকে এটি ধারাবাহিকভাবে এগিয়েছে। বর্তমান প্রশাসন ভারতের সাথে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার আগ্রহ দেখিয়েছে। আলোচনা চলছে৷”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Modi-Trump: ‘বুধবার মোদি আর ট্রাম্পের ফোনে কোনও কথাই হয় নি’! ফের ‘অসত‍্য’ দাবি মার্কিন প্রেসিডেন্টের? রাশিয়ার তেল নিয়ে বড় ঘোষণা ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement