তেজস্বীর বিরুদ্ধে এ কাকে প্রার্থী করল বিজেপি! কে এই সতীশ যাদব জানেন? পরিচয় শুনে চমকে উঠবেন

Last Updated:
এই তালিকাতেই যে নাম সবথেকে বেশি আলোচিত হচ্ছে তা হল রাঘোপুর আসনে সতীশ কুমার যাদবের বিজেপির হয়ে লড়াই করা। তিনি লড়বেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির তেজস্বী যাদবের বিরুদ্ধে।
1/6
নীতীশ অতীত, বিহারে এবার বিজেপি-র বাজি চিরাগ পাসওয়ান৷
বিহার নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি বুধবার ১৮ জনের তৃতীয় এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
advertisement
2/6
আকাশকে বিহার ছাত্র আরজেডির সভাপতির পদ দেওয়া হয়। তবে, এই নিয়ে আরজেডি রাজ্য সভাপতি জগদানন্দ সিং এবং তেজ প্রতাপের মধ্যে দ্বন্দ্বও দেখা দেয়। বলা হচ্ছে যে, একটি দলীয় অনুষ্ঠানে, তিনি পোস্টারে তেজপ্রতাপকে প্রধান চরিত্র করে তেজস্বীকে পাশে সরিয়ে দিয়েছিলেন। ফলস্বরূপ, তাকে তিরস্কার করা হয়েছিল এবং অপসারণ করা হয়েছিল। তেজ প্রতাপ বিদ্রোহ করেছিলেন। ২০২১ সালের এই ঘটনাগুলিকে আজকের দিনের সাথে সংযুক্ত করলে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। এখন আমরা আপনাকে এর চেয়ে আরও তথ্য দেব। Photo- Collected
মোট ১০১টি আসনে লড়াই করতে চলেছে পদ্ম শিবির। আর এই তালিকাতেই যে নাম সবথেকে বেশি আলোচিত হচ্ছে তা হল রঘুপুর আসনে সতীশ কুমার যাদবের বিজেপির হয়ে লড়াই করা। তিনি লড়বেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির তেজস্বী যাদবের বিরুদ্ধে।
advertisement
3/6
 কিন্তু জানেন কে এই সতীশ কুমার?<br />সতীশ কুমার যাদব সম্প্রদায়ের লোক। নিজের রাজনৈতিক জীবন শুরু করেন আরজেডির হাত ধরেই। এরপরে ২০০৫ সালে তিনি যোগ দেন নীতিশ কুমারের জেডিইউ। ২০০৫ সালে এই রাঘোপুরেই রাবড়ি দেবীর কাছে হার স্বীকার করেন তিনি।
কিন্তু জানেন কে এই সতীশ কুমার?সতীশ কুমার যাদব সম্প্রদায়ের লোক। নিজের রাজনৈতিক জীবন শুরু করেন আরজেডির হাত ধরেই। এরপরে ২০০৫ সালে তিনি যোগ দেন নীতিশ কুমারের জেডিইউ। ২০০৫ সালে এই রাঘোপুরেই রাবড়ি দেবীর কাছে হার স্বীকার করেন তিনি।
advertisement
4/6
বিহার বিধানসভা নির্বাচন, নির্বাচনী আচরণবিধি, আচরণবিধির নিয়ম, নির্বাচন কমিশন, ভোটের তারিখ ঘোষণা, বিহার ভোট ২০২৫, নির্বাচন নির্দেশিকা, আচরণবিধি কার্যকর, রাজনৈতিক নিয়ম, আচরণবিধি লঙ্ঘন, নির্বাচন আইন, ভোট প্রচার নিষেধ, সরকারি কাজ স্থগিত, নির্বাচন কমিশনের নির্দেশ, শাসক দলের বিধিনিষেধ, নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন বিধি লঙ্ঘন, Bihar election 2025, Bihar Assembly election, Model Code of Conduct, Election Commission of India,
কিন্তু, ২০১০ সালে ১৩ হাজার ভোটে রাবড়ি দেবীকে হারিয়ে দেন তিনি। কিন্তু, ২০১৫ সালে বিধানসভা ভোটে তেজস্বী যাদবের কাছেও হার স্বীকার করেন।
advertisement
5/6
.
রাঘোপুর বরাবরই যাদব সম্প্রদায়ের শক্ত ঘাঁটি। বৈশালী জেলার অন্যতম শক্তিশালী গড় হিসাবে পরিচিত। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত লালু প্রসাদ যাদব এই আসন থেকে জিতেছিলেন। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত জেতেন লালু পত্নী রাবড়ি দেবী। এরপর থেকে ২০১৫ থেকে তেজস্বী যাদবই এই আসন থেকে জিতে আসছিলেন।
advertisement
6/6
পুজো মিটতেই বিশেষ প্রস্তুতি, রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের টিম SIR Coming in october election commission meeting soon
এবার সেই আসনের প্রতিদ্বন্দ্বিতায় তাঁর বিরুদ্ধে পদ্ম শিবির দাঁড় করালো আরজেডি-রই ঘরের লোক সতীশ কুমার।
advertisement
advertisement
advertisement