জন্মাষ্টমীতে পরীক্ষা, রবিবারও খোলা থাকবে স্কুল! ছাত্রছাত্রীদের কথা ভেবে বড় সিদ্ধান্ত
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
সরকার ঘোষিত ছুটির দিনে স্কুল খোলা, চলছে পরীক্ষা
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ ছুটির দিনেও স্কুল খোলা। বিদ্যালয়ে যাচ্ছে পড়ুয়ারা। শনিবার জন্মাষ্টমী উপলক্ষ্যে ও রবিবার সাপ্তাহিক ছুটির কারণে স্কুল বন্ধ থাকার কথা। কিন্তু দু’দিনই খোলা থাকবে বিদ্যালয়। এখন প্রশ্ন হল কেন এই সিদ্ধান্ত?
সরকার ঘোষিত ছুটির দিনে স্কুল খোলা, চলছে পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের যোগদা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি।
আরও পড়ুনঃ দুর্দিনে মা-বাবার ‘ঢাল’! আসানসোলের এই মেয়ে যা করছে… কুর্নিশ জানাচ্ছে এলাকাবাসী
দীর্ঘদিন প্লাবিত ছিল ঘাটালের বিস্তীর্ণ এলাকা, ডুবেছিল স্কুল। সেই সময় বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছিল। বন্যা কবলিত ঘাটালে এবার ছাত্র-ছাত্রীদের কথা ভেবে জন্মাষ্টমীর ছুটির দিনেও নেওয়া হচ্ছে পরীক্ষা। আগামীকাল তথা রবিবার ছুটির দিন হলেও পরীক্ষা চলবে।
advertisement
advertisement
মূলত বন্যার কারণে সমস্ত ক্লাসের পরীক্ষা বন্ধ ছিল। তাই অভিভাবক থেকে শুরু করে স্কুল পরিচালন কমিটি ও শিক্ষক-শিক্ষিকারা সকলে উদ্যোগ নিয়ে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী জন্মাষ্টমীর ছুটিতে পরীক্ষা নেওয়া হয়েছে। রবিবারও স্কুল বন্ধ থাকবে না। জন্মাষ্টমীর মতো এই ছুটির দিনেও নেওয়া হবে পরীক্ষা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 4:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জন্মাষ্টমীতে পরীক্ষা, রবিবারও খোলা থাকবে স্কুল! ছাত্রছাত্রীদের কথা ভেবে বড় সিদ্ধান্ত