দুর্দিনে মা-বাবার 'ঢাল'! আসানসোলের এই মেয়ে যা করছে... কুর্নিশ জানাচ্ছে এলাকাবাসী
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
মা-বাবার দুর্দিনে সংসারের হাল ধরেছেন একমাত্র মেয়ে, তাঁর সংগ্রামকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী
আসানসোল, রিন্টু পাঁজাঃ মেয়ে মানে পিছিয়ে যাওয়া নয়, কন্যাদায়ের ধারণাও নয়। মেয়ে মানে বাবা-মায়ের কাছে আলাদাই এক অনুপ্রেরণার আলো। তাই বর্তমান সময়ে মেয়েদের ভূমিকা অনস্বীকার্য। একজন ছেলে যেমন সবকিছু করতে পারেন, একজন মেয়েও সেই রকম অনেক কিছু করে দেখাতে পারেন। প্রতিনিয়ত সেটাই করেই দেখাচ্ছেন আসানসোলের ইউতি চ্যাটার্জি।
অনেক জায়গায় মেয়ে হয়ে জন্মানো মানে পরিবারের কাছে বোঝার মতো হয়ে যাওয়া। কিন্তু অনেকে জানেন না, একজন মেয়েও একদিন বদলে দিতে পারে গোটা জীবন। তিনি যেমন পরিবারে ছেলের সমান কাজ করে তাক লাগাতে পারেন, তেমনই বাবা-মায়ের অসুস্থতার সময়ে পাশে দাঁড়িয়ে সংসারের হাল নিজের কাঁধে তুলে নিতেও পিছপা হন না। বর্তমানে এমনটাই করে দেখাচ্ছেন পশ্চিম বর্ধমানের আসানসোলের এই মেয়ে। যোগা ক্লাস করিয়ে সংসারের হাল ধরেছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ তৃণমূল নেতার দোকানে পুলিশি হানা! তল্লাশি চালাতেই যা মিলল… সঙ্গে সঙ্গে গ্রেফতার
ইউতি চ্যাটার্জি বলেন, যোগা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি আমার মায়ের হাত রয়েছে। ক্লাস ফোর-ফাইভে পড়ার সময় আমি স্কুলে খুবই চুপচাপ থাকতাম। তখনই মায়ের মনে হয়েছিল কোনও একটি কিছুতে ভর্তি করে দিতে হবে। সেই সময় যোগা ক্লাসে ভর্তি করে দেন। তখন থেকেই আস্তে আস্তে যোগা প্রশিক্ষণ শুরু করি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছি, ধীরে ধীরে এল সাফল্য। আগামীতে এটা নিয়েই এগিয়ে যেতে চাই।
advertisement
advertisement
আসানসোল মহকুমার অন্তর্গত ৮৫ নম্বর ওয়ার্ডের ইসমাইল এলাকায় বাড়ি ইউতি চ্যাটার্জির। বাবা পূর্বে পেশায় ছিলেন একজন রেলের হকার। মা সাথী চ্যাটার্জি গৃহবধূ। বর্তমানে বাবার অসুস্থতার কারণে বাইরে গিয়ে আর সেভাবে কাজ করে উঠতে পারেন না, মা শারীরিকভাবে অসুস্থ। এই দুর্দিনে তাঁদের একমাত্র মেয়ে পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাড়ির যাবতীয় কাজ, এমনকি বাবা-মায়ের চিকিৎসার খরচ ও ঔষধের পুরো খরচ- সবটাই ইউতি চালান। যোগা ক্লাসের উপার্জন দিয়ে সংসারের হাল ধরে রেখেছেন তিনি। তাঁর এই জীবন সংগ্রামকে এলাকার সাধারণ মানুষ কার্যত কুর্নিশ জানিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 3:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্দিনে মা-বাবার 'ঢাল'! আসানসোলের এই মেয়ে যা করছে... কুর্নিশ জানাচ্ছে এলাকাবাসী