Nimtita railway station blast: বছর ঘুরলেও নিমতিতা বিস্ফোরণের অভিযুক্তরা অধরা, পথে নামলেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গত বছর ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন-সহ ২৬জন
#মুর্শিদাবাদ: গত বছর ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন-সহ ২৬জন (Nimtita railway station blast)। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আহতরা কেউ হুইলচেয়ারে আবার কেউ ক্রাচে ভর করেই সামিল হলেন প্রতিবাদ মিছিলে। বৃহস্পতিবার বিকেলে অরঙ্গাবাদ নেতাজী মোড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে, বুকে কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদ সভা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, বিস্ফোরণে আহত ২৬জন ও তাঁদের পরিবার। প্রতিবাদ মিছিলে সামিল হয় ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষেরাও।
আরও পড়ুন: ঘোড়ায় চড়ে এলেন ৯০ এর পাত্র! পাত্রী ৮৫, সন্তানরাই দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন প্রবীণ দম্পতির
২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের বাড়ি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার সময় বোমা বিস্ফোরণে (Nimtita railway station blast) গুরুতর আহত হন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন সহ-২৬জন। এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য-রাজনীতি। প্রথমে এই ঘটনার তদন্তভার নেয় সিআইডি। তার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ ও সিআইডি ঘটনার সাতদিন পর দু'জনকে গ্রেফতার করে। এরপর দফায় দফায় তদন্ত চালায় এনআইএ। কিন্তু এখনও পর্যন্ত আর কাউকে গ্রেফতার করতে পারেনি এনআইএ। যদিও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে।
advertisement
advertisement
তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন-সহ যে ২৬জন বিস্ফোরণে আহত হয়েছিলেন, তাঁদের মধ্যে বেশিরভাগই কাজ করার ক্ষমতা হারিয়েছেন। অবিলম্বে ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান সেদিনের ঘটনায় আহত নাসিবুল শেখ। তিনি বলেন, '' এক বছর হয়ে গেল, এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হল না। যেখানে খোদ মন্ত্রীর উপর হামলা হল, সেখানে আমাদের মত সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? '' নাসিবুলের আরও অভিযোগ, '' কাজ করার ক্ষমতা হারিয়েছি। অথচ রেলদফতর থেকে কোনও ক্ষতিপূরণ দেয়নি।'' জাকির হোসেন বলেন, '' নিমতিতা বিস্ফোরণের তদন্তে এনআইএ ব্যর্থ। সিআইডি দু'জনকে গ্রেফতার করেছিল, কিন্তু তারপর গত ১ বছরে আর কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের এক মাসের মধ্যে গ্রেফতার ও আহতদের ক্ষতিপূরণ না দেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
February 17, 2022 11:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nimtita railway station blast: বছর ঘুরলেও নিমতিতা বিস্ফোরণের অভিযুক্তরা অধরা, পথে নামলেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন