আগ্নেয়াস্ত্র থেকে নিমাস্ত্র, রক্ষা করবে ফসল! নিমপীঠে কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ

Last Updated:

নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্র সারা বছর কৃষকদের পাশে নিয়ে কাজ করে চলেছে। আর তাদের উদ্যোগে তিন দিন ধরে জৈব চাষের উপরে এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রে।

+
কৃষকদের

কৃষকদের পাশে নিমপিঠ কৃষি বিজ্ঞান কেন্দ্র

নিমপীঠ: নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্র সারা বছর কৃষকদের পাশে নিয়ে কাজ করে চলেছে। আর তাদের উদ্যোগে তিন দিন ধরে জৈব চাষের উপরে এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রে।
এই প্রশিক্ষণ শিবিরে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম যেমন কাস্টমহল, ঠাকুরের চক, গড়দেওয়ানি, হানারবাটি এলাকা থেকে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। জৈব চাষের সম্পর্কে বিশদে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে।
জৈব চাষের গুরুত্ব, কীভাবে মাটির স্বাস্থ্য ভাল রাখা যায় ও তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এখানে। চাষিরা বাড়িতেই কীভাবে কত সহজে নিমাস্ত্র, আগ্নেয়াস্ত্র, জীবন্মৃত তৈরি করতে পারবেন সেই সম্পর্কে হাতে কলমে শেখানো হয়।
advertisement
advertisement
আরও পড়ুন- জোড়া সাইক্লোনিক সার্কুলেশন, জেলার পর জেলায় ঝোড়ো হাওয়া- মেগা ঝড়-বৃষ্টি, ওয়েদার আপডেট
কীভাবে জৈব পদ্ধতিতে সবজি চাষ করা যায় সেই সম্পর্কে প্রশিক্ষণ দেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ড: অরিত্র সরকার। মাটি পরীক্ষার গুরুত্ব ও মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ভূমিকা নিয়ে আলোচনা করেন কৃষি বিজ্ঞানী।
advertisement
প্রাকৃতিক চাষ বিষয়ে বিশদে আলোচনা করেন শস্য বিজ্ঞান বিভাগের বিষয় বস্তু বিশেষজ্ঞ। প্রশিক্ষণের শেষ দিনে চাষি ভাইদের হাতে জৈব কীটনাশক তৈরির ড্রাম, জৈব ছত্রাক নাশক, জৈব ব্যাকটেরিয়া নাশক, নাইট্রোজেন,ফসফরাস ও পটাশ সমৃদ্ধ জীবানু সার তুলে দেওয়া হয়।এই ব্যাপারে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ও প্রধান বলেন, চাষী ভাইরা যদি রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়ান, তা বলে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার হবে। পরিবেশ রক্ষা পাবে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আগ্নেয়াস্ত্র থেকে নিমাস্ত্র, রক্ষা করবে ফসল! নিমপীঠে কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement