জন্মের দু’দিনের মধ্যেই মৃত্যু সদ্যোজাতর, দিঘার হাসপাতালে ব্যাপক উত্তেজনা
- Published by:Simli Raha
Last Updated:
শিশু মৃত্যুর খবর পেয়েই বেপাত্তা হয়ে যায় নার্সিংহোম কতৃপক্ষ । যার জেরে মৃত শিশুর পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন ।
SUJIT BHOWMIK
#দিঘা: চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগে উত্তাল দিঘার রামনগরে বেসরকারি হাসপাতাল ৷ হাসপাতালে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ পরিবারের লোকেদের ৷ মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। চলে পথ অবরোধও। মৃত শিশুর পরিবারের অভিযোগ, নার্সিংহোম কতৃপক্ষের গড়িমসিতেই শিশুটির মৃত্যু হয়েছে । রবিবার শিশুটির শারীরিক অবস্থার অবনতির কথা নার্সিংহোম কতৃপক্ষকে জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি । মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু ঘটে ।
advertisement

advertisement
শিশু মৃত্যুর খবর পেয়েই বেপাত্তা হয়ে যায় নার্সিংহোম কতৃপক্ষ । যার জেরে মৃত শিশুর পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন । উত্তেজিত হয়ে নার্সিংহোমের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করেন তাঁরা । ঘটনার রেশ এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা নার্সিংহোমর সামনেই পথ অবরোধ করেন ৷ বিক্ষোভ কর্মসূচীও শুরু হয়ে যায় । খবর পেয়ে রামনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । সূত্রে জানা গিয়েছে, রামনগর থানার কসবার বাসিন্দা প্রতিমা সাউ রবিবার পুত্র সন্তানের জন্ম দেন । কিন্তু এরপর স্বাস্থ্য পরীক্ষার কোনও ব্যবস্থা করেনি নার্সিংহোম কতৃপক্ষ । মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু ঘটলে পরিবারের লোকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে ও ভাঙচুর করে নার্সিংহোম । যদিও পরিবারের তরফে নার্সিংহোমের বিরুদ্ধে এ নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2020 6:09 PM IST