রোজগারের নয়া দিশা নদিয়ায়, জেলা পরিষদের উদ্যোগে তৈরি দ্বিতল মার্কেট কমপ্লেক্স

Last Updated:

এরপরেই নদিয়া জেলা পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কর্মতীর্থ প্রকল্পের অধীনে ডাকবাংলো টিকে নতুন করে সাজিয়ে তৈরি করা হয় দ্বিতল মার্কেট কমপ্লেক্স

+
জেলা

জেলা পরিষদের উদ্যোগে নদিয়ার কৃষ্ণগঞ্জে তৈরি করা হল দ্বিতল মার্কেট কমপ্লেক্স

নদিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের অধীনে নদিয়া জেলা পরিষদের উদ্যোগে কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়াতে দ্বিতল ভবন মার্কেট কমপ্লেক্স চালু হল। স্থানীয় মানুষের রোজগারের দিশা দেখানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কৃষ্ণগঞ্জ ব্লকের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়াতে বহুদিন ধরেই রয়েছে একটি পুরাতন ডাক বাংলো। নদিয়া জেলা পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের অধীনে ডাকবাংলোটিকে নতুন করে সাজিয়ে তৈরি করা হল দ্বিতল মার্কেট কমপ্লেক্স। এই মার্কেট কমপ্লেক্সের দোকানগুলি স্থানীয় বাসিন্দাদের রোজগারের একটি রাস্তা খুলে দেবে বলে আশ্বাস প্রশাসনের।
সোমবার মার্কেট কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও কামালউদ্দিন আহমেদ, কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখোপাধ্যায়, কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার -সহ একাধিক নেতৃত্ববৃন্দ।
advertisement
advertisement
জানা যায়, পুরনো ব্যবসায়ীরা সকলেই এই মার্কেট কমপ্লেক্সে দোকান ঘর পেয়েছেন। একটি ঘরে তৈরি হয়েছে অফিস। সেখান থেকেই সমস্ত মার্কেট কমপ্লেক্সটি পরিচালনা করা হবে বলে জানা যায়। পুরনো ব্যবসায়ীদের পাশাপাশি নতুন ব্যবসায়ীরাও লটারির মাধ্যমে এই মার্কেট কমপ্লেক্সে ঘর পাবেন, যোগাযোগ করতে হবে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত অফিসে।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রোজগারের নয়া দিশা নদিয়ায়, জেলা পরিষদের উদ্যোগে তৈরি দ্বিতল মার্কেট কমপ্লেক্স
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement