ATM Fraud: এটিএম-এ টাকা তুলতে গিয়ে আটকে গেল কার্ড! হেল্পলাইনে কল করলেন ব্যক্তি, তার পর যা হল, শুনলে হা হয়ে যাবেন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
ATM : নতুন ব্যাংক জালিয়াতি হাওড়ায়, এটিএমে আটকে গিয়েছে কার্ড, এটিএম মেশিনে লেখা হেল্পলাইনে ফোন করতেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা।
হাওড়া, রাকেশ মাইতি: হেল্পলাইনে ফোন করতেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা! এক নতুন জালিয়াতি ছক হাওড়ায়। মালি পাঁচঘরা থানা অন্তর্গত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম টাকা তুলতে গিয়ে বিপাকে ব্যক্তি।
দুর্ঘটনায় স্ত্রীর হাত ভেঙেছে, মানসিক অবস্থা ঠিক নেই। এমন সময় এটিএম-এ টাকা তুলতে গিয়ে আটকে যায় কার্ড। সেই কার্ড বের করতে হেল্পলাইনের সাহায্য নিতে গিয়ে প্রতারণার শিকার হতে হয়, এমনটাই অভিযোগ ওই ব্যক্তির।
জানা যায়, হাওড়ার বাঁধাঘাট পঞ্চলামতলা মন্দির সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএম বুথের মেশিনে টাকা তুলতে যায় গোপি সাউ নামের ওই ব্যক্তি। ১৫০০ টাকা তোলার চেষ্টা করেন , কার্ড মেশিনে পাঞ্চ করতে আটকে যায়। এর পর বহু চেষ্টা করেও মেশিন থেকে বের করতে পারেনি এটিএম কার্ডটি।
advertisement
advertisement
এক বন্ধুকে ডেকে সাহায্য নেওয়ার চেষ্টা করেন, তাতেও কোনও কাজ হয়নি। এর পর বাধ্য হয়ে এটিএম মেশিনের গায়ে কালো মার্কার পেন দিয়ে লেখা হেল্প লাইন নম্বরে ফোন করে সাহায্যের কথা জানান।
হেল্পলাইনে ফোন করতেই ওপার থেকে ব্যাংক কর্মী হিসেবে পরিচয় দিয়ে কথা বলেন। ফোন নম্বর-সহ বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করা হয় ফোনের ওই প্রান্ত থেকে। তিনিও জিজ্ঞাসা মতোই সব কিছু বলেন। কথার মধ্যে এটিএম পিন নং জেনে নেয় ফোনের ওপার প্রান্ত থেকে।
advertisement
আরও পড়ুন- মায়াপুর ইসকনের আদলে মন্ডপ, দেবী দুর্গা এখানে ২১ ফুটের! এবছর মিস করা যাবে এই পুজো
এর পরও এটিএম কার্ড মেশিন থেকে বেরিয়ে আসেনি। অপর প্রান্ত থেকে জানানো হয়, পরদিন সকালে মেকানিক্যাল টিম এটিএমে পৌঁছে কার্ড উদ্ধার করে হস্তান্তর করবে। সেই কথা শুনে বাড়ি ফেরেন ব্যক্তি। পরদিন সকালে এটিএমে গিয়ে দেখা কার্ড আর নেই। এর পরই তিনি ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখেন অ্যাকাউন্টে কোনও টাকা নেই। বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।
advertisement
গোপী সাউ জানান , চারটি ধাপে অ্যাকাউন্টে থাকা মোট ৪২৭২৯ টাকা একধিক ধাপে তুলে নেওয়া হয়েছে। পুলিশি সহযোগিতা পেতে ওই ব্যক্তি স্থানীয় থানায় হাজির হচ্ছেন বলে জানান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 10, 2025 3:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ATM Fraud: এটিএম-এ টাকা তুলতে গিয়ে আটকে গেল কার্ড! হেল্পলাইনে কল করলেন ব্যক্তি, তার পর যা হল, শুনলে হা হয়ে যাবেন










