#কলকাতা: জন্মদিনেও নেতাজি বিতর্ক। সোনারপুরের কোদালিয়ায় সাধারণের জন্য খুলল না নেতাজির পৈত্রিক বাসভবন। বাইরে থেকেই শ্রদ্ধা জানালেন দর্শনার্থীরা। শুধুমাত্র ভিআইপিদেরই ভিতরে যাওয়ার ব্যবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিগগিরই মিটবে সমস্যা জানালেন সাংসদ। এদিকে, জলপাইগুড়ির মন্দিরে নেতাজির মূর্তিতে বিশেষ পুজো। জন্মদিনে পুজো দিলেন একাধিক ভক্ত।সোনারপুরের কোদালিয়ায় নতুনভাবে সেজে উঠছে নেতাজির পৈত্রিক বাসভবন। তবে সংস্কার শুরুর চার বছর পরও দর্শকদের জন্য খোলা হয়নি এই ভবন। যা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। কর্তৃপক্ষের মতে পূর্ত দফতর থেকে অনুমতি না মেলাতেই আটকে রয়েছে বিষয়টি। তবে দ্রুত দর্শকদের জন্য নেতাজির পৈত্রিক বাসভবন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী।
অন্যদিকে, জলপাইগুড়ির শান্তিপাড়া হনুমান মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে নেতাজি মূর্তি। জন্মদিন উপলক্ষ্যে এই মন্দিরেই হল বিশেষ পুজো। হাজির ছিলেন একাধিক ভক্ত। করপত্রিজি মহারাজ নামে এক সাধু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগেই মন্দিরে বসানো হয় নেতাজি মূর্তি। তারপর থেকেই এই হনুমান মন্দিরে ভগবানের সঙ্গে পুজো করা হয় নেতাজির।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Netaji Birth Anniversary, Netaji House, Netaji Jayanti