১২৩ তম জন্মদিনেও পিছু ছাড়ল না বিতর্ক, আজও নেতাজির স্মৃতি জড়ানো এই জায়গায় প্রবেশাধিকার নেই সাধারণ মানুষের

Last Updated:

সোনারপুরের কোদালিয়ায় সাধারণের জন্য খুলল না নেতাজির পৈত্রিক বাসভবন। বাইরে থেকেই শ্রদ্ধা জানালেন দর্শনার্থীরা। শুধুমাত্র ভিআইপিদেরই ভিতরে যাওয়ার ব্যবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা।

#কলকাতা: জন্মদিনেও নেতাজি বিতর্ক। সোনারপুরের কোদালিয়ায় সাধারণের জন্য খুলল না নেতাজির পৈত্রিক বাসভবন। বাইরে থেকেই শ্রদ্ধা জানালেন দর্শনার্থীরা। শুধুমাত্র ভিআইপিদেরই ভিতরে যাওয়ার ব্যবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা। শিগগিরই মিটবে সমস্যা জানালেন সাংসদ। এদিকে, জলপাইগুড়ির মন্দিরে নেতাজির মূর্তিতে বিশেষ পুজো। জন্মদিনে পুজো দিলেন একাধিক ভক্ত।
সোনারপুরের কোদালিয়ায় নতুনভাবে সেজে উঠছে নেতাজির পৈত্রিক বাসভবন। তবে সংস্কার শুরুর চার বছর পরও দর্শকদের জন্য খোলা হয়নি এই ভবন। যা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। কর্তৃপক্ষের মতে পূর্ত দফতর থেকে অনুমতি না মেলাতেই আটকে রয়েছে বিষয়টি। তবে দ্রুত দর্শকদের জন্য নেতাজির পৈত্রিক বাসভবন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী।
advertisement
২০১৩ সালে নেতাজির বাসভবন দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই বাড়ির ভগ্নদশা দেখে তা সংস্কারের সিদ্ধান্ত নেন তিনি। বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। ২০১৫ সাল থেকে শুরু হয় সংস্কারের কাজ। বসু বাড়ির ঐতিহ্য বজায় রেখে বাড়িটিকে সংস্কার করা হয়েছে। এই বাড়িতেই রয়েছে নেতাজির বাবার তৈরি বীণাপানি লাইব্রেরি ও নেতাজি মিউজিয়াম। কিন্তু এতদিন পরও সেসব না দেখতে পেয়ে কার্যত হতাশ দর্শনার্থীরা।
advertisement
advertisement
অন্যদিকে, জলপাইগুড়ির শান্তিপাড়া হনুমান মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে নেতাজি মূর্তি। জন্মদিন উপলক্ষ্যে এই মন্দিরেই হল বিশেষ পুজো। হাজির ছিলেন একাধিক ভক্ত। করপত্রিজি মহারাজ নামে এক সাধু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগেই মন্দিরে বসানো হয় নেতাজি মূর্তি। তারপর থেকেই এই হনুমান মন্দিরে ভগবানের সঙ্গে পুজো করা হয় নেতাজির।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১২৩ তম জন্মদিনেও পিছু ছাড়ল না বিতর্ক, আজও নেতাজির স্মৃতি জড়ানো এই জায়গায় প্রবেশাধিকার নেই সাধারণ মানুষের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement