নকশালবাড়ি তছনচ! ১৯টি বুনো হাতি মিলে যা করল...হাউ হাউ করে কাঁদছেন চাষিরা!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
নকশালবাড়ির বেঙ্গাই জোতে বন্য হাতির দল ধানখেত নষ্ট করে তাণ্ডব চালায়। ১৯টি হাতির এই হানায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। বনদফতর দ্রুত ব্যবস্থা নিয়ে হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠায়।
নকশালবাড়ি: নকশালবাড়ির বেঙ্গাই জোতের ঘুমন্ত রাত হঠাৎই জেগে উঠল দমদম শব্দে। ফের লোকালয়ে নেমে এল বন্য হাতির বিশাল এক দল। গভীর রাতে টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বেরিয়ে ধানখেত পেরিয়ে কলাবাড়ি জঙ্গলের দিকে রওনা দেয় হাতির দল। পথে পড়ে যাওয়া ধানের গন্ধে জমি যেন রসনার তৃপ্তির ঠিকানা হয়ে ওঠে! শুরু হয় তাণ্ডব। একে একে চাষের জমি নষ্ট করে হাতির দল উপভোগ করে একরাতের ‘ভোজনবিলাস’।
এই হানায় ব্যাপক ক্ষতি হয়েছে ধানের জমিতে। স্থানীয় কৃষকরা আতঙ্কিত। ভোররাতে শব্দে ঘুম ভেঙে এলাকার মানুষজন ছুটে এসে হাতির অবস্থান শনাক্ত করেন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বনদফতরকে। বনকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পড়ে থাকা খেতের ধারে ধারে তল্লাশি চালিয়ে হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন।
advertisement
advertisement
সূত্রের খবর, ওই হাতির দলে শাবকসহ মোট ১৯টি হাতি ছিল। এই ধরনের হানা মাঝে মাঝেই ঘটে থাকলেও এবারের ঘটনায় এলাকার মানুষের মধ্যে একরাশ ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়েছে। কৃষকদের দাবি, ধান কাটার আগেই যদি এমন ঘটনা চলতে থাকে, তাহলে ফসল বাঁচবে কী করে?
advertisement
প্রশাসন এবং বনদফতরের কাছে স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নিতে হবে—জঙ্গলের পশুর সঙ্গে মানুষের সীমারেখা যেন স্পষ্ট থাকে। না হলে একদিন ধান তো নয়, প্রাণের ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 8:22 AM IST