Nawsad Siddique: তৃণমূলের জন্য অভিনব টোটকা দিলেন নওশাদ সিদ্দিকী! পাল্টা তৃণমূল বলছে, হতাশাগ্রস্ত!

Last Updated:

Nawsad Siddique: বুধবার ভাঙড়ের কালেরআইটে একটি সভা করে আইএসএফ। সভায় উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

নওশাদের হুঁশিয়ারি
নওশাদের হুঁশিয়ারি
ভাঙড়: "একবার ঘর ভেঙেছ, ঘর সারিয়েছি, এবার ঘর ভাঙতে এলে আমরা তোমাদের মাথাটা ভেঙে দেব। পঞ্চায়েত ভোটে এলাকা থেকে তেড়ে বার করে দেবো।" তৃণমূল কংগ্রেসকে ঠিক এমন ভাষাতেই হুঁশিয়ারি দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।
বুধবার ভাঙড়ের কালেরআইটে একটি সভা করে আইএসএফ। সভায় উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ নেতা আনার আলী ঘরামি শাসকদল তৃণমূলকে টার্গেট করে বলেন, ''একবার ঘর ভেঙেছ ঘর সেরেছি, এবার ঘর ভাঙতে এলে আমরা মাথাটা ভেঙে দেবো।'' পঞ্চায়েত ভোটে এলাকা থেকে তেড়ে বার করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
advertisement
advertisement
ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কালেরআইট এলাকায় পালটা মিছিল করে তৃণমূল কংগ্রেস। ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাজান মোল্লার নেতৃত্বে হয় মিছিল। যেখানে শাহাজান মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন আলাউদ্দিন মোল্লা,সাদেকুল সহ অনান্য নেতৃত্বরা। ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাজান মোল্লার বক্তব্য, "ভয় পেয়ে এরা এসব বলছে। এদের এলাকায় দেখা যায় না। নির্বাচন এলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করে।"
advertisement
আইএসএফ নেতাকে এক রকম সমর্থন জানিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ''গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করলে আমরা সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।'' এ প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, ''হতাশাগ্রস্ত হয়ে এসব বলছে। রাজনৈতিকভাবে সচেতন মানুষ এসব বলতে পারেনা।''
advertisement
------কল্যাণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nawsad Siddique: তৃণমূলের জন্য অভিনব টোটকা দিলেন নওশাদ সিদ্দিকী! পাল্টা তৃণমূল বলছে, হতাশাগ্রস্ত!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement