National Highway: লাগতে পারে আরও এক বছর! সময়ে শেষ হচ্ছে না জাতীয় সড়কের সিক্স লেনের কাজ
- Published by:Ratnadeep Ray
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
National Highway: চলতি সেপ্টেম্বর মাসেই দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার জাতীয় সড়কের পানাগড় থেকে পালসিটের ৬ লেন তৈরির কাজ শেষ করার নির্দেশ ছিল। কিন্তু কাজ শেষ করতে আরও কিছু সময় লাগবে বলে মনে করছে জেলা প্রশাসন।
পূর্ব বর্ধমান: পুজোর আগে শেষ হচ্ছে না জাতীয় সড়কের পানাগড় থেকে পালশিট পর্যন্ত সিক্স লেন তৈরির কাজ। এখনও বেশ কিছু জায়গায় কাজ বাকি রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসেই দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার জাতীয় সড়কের পানাগড় থেকে পালসিটের ৬ লেন তৈরির কাজ শেষ করার নির্দেশ ছিল। কিন্তু কাজ শেষ করতে আরও কিছু সময় লাগবে বলে মনে করছে জেলা প্রশাসন। সব কাজ শেষ করতে আরও ছ’মাস থেকে এক বছর লেগে যাবে বলে মনে করা হচ্ছে। আসলে যেসব কাজ করতে হবে বলে চিহ্নিত করে কাজ শুরু হয়েছিল, পরবর্তী সময়ে তা আরও বেড়েছে। সেই জন্যই এই বিলম্ব বলে মনে করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্প শুরুর সময় থেকে স্থানীয়দের দাবি অনুযায়ী কী কী কাজ করা দরকার তার জন্য তালিকা তৈরি করা হয়। পানাগড় থেকে পালসিট পর্যন্ত ৬৭.৫ কিলোমিটার রাস্তায় ৩২টি উড়ালপুল, আন্ডারপাস তৈরির তালিকা তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে পরিদর্শন করে আরও ১৬টি আন্ডারপাস তৈরি করা হয়েছে। জট পাকায় গলসির পুরষা, ভাসাপুল, মথুরাপুর, বর্ধমানের তেজগঞ্জ ও শক্তিগড়ের আমড়া এলাকাগুলি। এই জায়গাগুলিতে বড় আন্ডারপাসের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেই দাবি আদায়ে পথ অবরোধ থেকে শুরু করে নানাভাবে আন্দোলন করেন স্হানীয়রা।
advertisement
advertisement
২০২১ সালে পানাগড় থেকে পালশিট পর্যন্ত ১৩টি জায়গায় নতুন করে নির্মাণ কাজ সংক্রান্ত দাবি উঠেছিল। সমীক্ষার পরে ১০টি জায়গায় সড়ক কর্তৃপক্ষ কাজের ব্যাপারে সম্মতি দিয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষ যৌথ পরিদর্শন করে স্থানীয়দের দাবি মেনে তেজগঞ্জ সহ অন্তত তিনটি জায়গাতে বড় আন্ডারপাস তৈরি করার আশ্বাস দেয়। তারপরেও জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠকে ওই সব জায়গা সহ পাঁচটি গ্রামে স্থানীয়রা কাজ আটকে দিয়েছেন বলে সড়ক কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছে। এদিকে নির্মান কাজ শেষ না হওয়ায় মাঝেমধ্যেই বিশাল যানজট দেখা দিচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2024 10:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
National Highway: লাগতে পারে আরও এক বছর! সময়ে শেষ হচ্ছে না জাতীয় সড়কের সিক্স লেনের কাজ