Nari Bandhab Mela: মহিলাদের কাছে নিজের পায়ে দাঁড়ানোর দারুণ সুযোগ! নারীদের জন্য বসিরহাটে বিরাট আয়োজন, দিশা দেখাচ্ছে বাকি জেলাকেও
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Nari Bandhab Mela: বসিরহাটে নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করল সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েত। বসিরহাটে এই উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনে অন্য এলাকাকেও অনুপ্রাণিত করবে।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ মেলা পরিচালনা থেকে স্টল, সমস্তটাই মহিলাদের হাতে। বসিরহাটে ব্যতিক্রমী নারীবান্ধব মেলা। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করল সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের উদ্যোগে ইছামতি নদীর তীরে আয়োজিত হল এক ব্যতিক্রমী নারীবান্ধব মেলা, যেখানে পরিকল্পনা থেকে শুরু করে পরিচালনা, সবকিছুর দায়িত্বেই রয়েছেন মহিলারা।
এই মেলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, মেলার সার্বিক ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে মহিলাদের হাতেই। নিরাপত্তা, শৃঙ্খলারক্ষা, স্টল বণ্টন থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, প্রতিটি ক্ষেত্রে মহিলাদের সক্রিয় ভূমিকা সকলের নজর কেড়েছে। মেলায় অংশগ্রহণকারী স্টলগুলিতেও পুরুষদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের হাতে তৈরি নানা সামগ্রী নিয়ে সাজিয়ে তুলেছেন স্টল। কোথাও বাহারি পিঠে-পুলি, কোথাও হাতে বানানো সাজসজ্জার উপকরণ, কোথাও আবার রঙিন ফুলের টব, সবই মহিলাদের সৃজনশীলতার পরিচয় বহন করছে।
advertisement
আরও পড়ুনঃ মালদহেই হবে সব কাজ, আর ছুটতে হবে না ভিনরাজ্যে! কার্পেট শিল্পে অগ্রগতি আনতে বড় পরিকল্পনা জেলা প্রশাসনের
এই মেলার মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নিজেদের তৈরি পণ্য সরাসরি বিক্রির সুযোগ পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাঁদের কথায়, এই ধরনের মেলা মহিলাদের এগিয়ে যাওয়ার পথে বড় সহায়ক।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইছামতির শান্ত পরিবেশে আয়োজিত এই নারীবান্ধব মেলা শুধু কেনাবেচার জায়গাই নয়, বরং হয়ে উঠেছে নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা ও সামাজিক অগ্রগতির এক উজ্জ্বল মঞ্চ। বসিরহাটে এই উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনে অন্য এলাকাকেও অনুপ্রাণিত করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 26, 2025 2:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nari Bandhab Mela: মহিলাদের কাছে নিজের পায়ে দাঁড়ানোর দারুণ সুযোগ! নারীদের জন্য বসিরহাটে বিরাট আয়োজন, দিশা দেখাচ্ছে বাকি জেলাকেও









