Narendra Modi Lok Sabha Elections 2024: ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন মোদি, দু’দিনে করবেন পাঁচ সভা, কবে কোথায়?

Last Updated:

Narendra Modi Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের প্রচারে আবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনে রাজ্যে পাঁচ সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদি।

ফের রাজ্যে মোদি।
ফের রাজ্যে মোদি।
কলকাতা: লোকসভা ভোটের প্রচারে আবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনে রাজ্যে পাঁচ সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদি। ২০ মে দেশে পঞ্চম দফার লোকসভার ভোটগ্রহণ, সেই সময়েই রাজ্যে পাঁচ সভা করবেন প্রধানমন্ত্রী। পঞ্চম দফায় রাজ্যের ৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
রাজ্যে ১৯ মে অর্থাৎ রবিবার আসছেন মোদি, সে দিন তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন মোদি। এর পরে ২০ মে পঞ্চম দফা ভোট চলাকালীন কাঁথি, তমলুক এবং ঘাটাল লোকসভা কেন্দ্রকে সামনে রেখে হলদিয়া এবং ঝাড়গ্রামে আরও দুটি সভা করবেন নরেন্দ্র মোদি।
advertisement
advertisement
বিজেপি প্রার্থীদের সমর্থনে এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১৬ টি সভা করেছেন নরেন্দ্র মোদি। ১৯ এবং ২০ তারিখের সভায় মোদি মোট প্রচার করবেন ৬টি লোকসভা কেন্দ্রে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, কাঁথি, তমলুক এবং ঘাটালে। এই কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ ২৫ মে। এর মধ্যে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিংহ মাহাতো, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ঘাটালে হিরণ বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendra Modi Lok Sabha Elections 2024: ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন মোদি, দু’দিনে করবেন পাঁচ সভা, কবে কোথায়?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement