Modi Attacks Mamata: মোদির মুখে ফের 'দিদি ও দিদি', তৃণমূলের আপত্তিকে অগ্রাহ্য প্রধানমন্ত্রীর

Last Updated:

রাজ্যে নির্বাচন যত এগোচ্ছে, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধে ততই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি৷

#কোচবিহার: 'দিদি ও দিদি'৷ প্রধানমন্ত্রীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে করা এই শব্দবন্ধ নিয়েই আপত্তি জানিয়েছিল তৃণমূল৷ শাসক দলের অভিযোগ ছিল, আসলে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করতেই 'দিদি ও দিদি'-র প্রয়োগ করছেন প্রধানমন্ত্রী৷ একজন মহিলার প্রতি এই ধরনের কটাক্ষ অবমাননাকর বলেও অভিযোগ করেছিল তৃণমূল৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ দিন কালচিনির সভা থেকে বলেন, 'আমাকে দিদি ও দিদি বলে রোজ ব্যঙ্গ করছে৷ আমার তাতে কোনও আপত্তি নেই৷ আমার গুরুত্ব আছে বলেই এসব করছে৷'
মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যাই বলুক না কেন, রাজ্যে ভোট প্রচারে ফের নরেন্দ্র মোদির মুখে শোনা গেল 'দিদি ও দিদি'৷ এ দিন কোচবিহারের সভা থেকে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে গিয়ে 'দিদি ও দিদি'-কেই অস্ত্র করলেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি এ দিন বার বারই দাবি করেছেন, নিজের এবং দলের হার নিশ্চিত, তা নিজের আচরণে এবং বক্তব্যের মাধ্যেই বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
রাজ্যে নির্বাচন যত এগোচ্ছে, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধে ততই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি৷ এমনিতে দলীয় নেতা, কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে 'দিদি' হিসেবেই জনপ্রিয় মুখ্যমন্ত্রী৷ দিল্লির রাজনৈতিক মহলেও অনেকেই তাঁকে শুধু দিদি বা মমতা দিদি বলে ডাকেন৷ কিন্তু এবারের ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেলতে সেই দিদি ডাককেই অস্ত্র করেছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর এই 'দিদি ও দিদি' উক্তি বিজেপি-র কর্মী- সমর্থকদের মধ্যেও জনপ্রিয় হয়েছে৷ আর তা বুঝতে পেরেই সম্ভবত আরও বেশি করে এই শব্দবন্ধকেই বার বার সামনে নিয়ে আসছেন প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
নরেন্দ্র মোদি এ দিন কটাক্ষ করে বলেন, 'দিদি আজকাল প্রশ্ন করছে আমি কি ভগবান যে ভোটের ফল আগেই বলে দিচ্ছি? দিদি ও দিদি, ভোটে কে হারবে কে জিতবে সেটা বোঝার জন্য ভগবানকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই৷ জনতা জনার্দনই ভগবানের রূপ৷ জনতার চেহারা দেখেই হাওয়া কোন দিকে বোঝা যায়৷ আর দ্বিতীয়ত, ভোটের ফলের অনুমান কীভাবে পাওয়া যায়? আপনার রাগ, ব্যবহার, বক্তব্য দেখেই যে কোনও বাচ্চাও বলে দেবে যে আপনি ভোটে হেরে গিয়েছেন, ময়দান ছেড়ে দিয়েছেন৷'
advertisement
প্রধানমন্ত্রী এ দিন অভিযোগ করেছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করতেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে৷ নরেন্দ্র মোদির দাবি, হার এড়াতে মানুষকে ভুল বোঝানোর ব্যর্থ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Modi Attacks Mamata: মোদির মুখে ফের 'দিদি ও দিদি', তৃণমূলের আপত্তিকে অগ্রাহ্য প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement