Modi Attacks Mamata: মোদির মুখে ফের 'দিদি ও দিদি', তৃণমূলের আপত্তিকে অগ্রাহ্য প্রধানমন্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাজ্যে নির্বাচন যত এগোচ্ছে, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধে ততই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি৷
#কোচবিহার: 'দিদি ও দিদি'৷ প্রধানমন্ত্রীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে করা এই শব্দবন্ধ নিয়েই আপত্তি জানিয়েছিল তৃণমূল৷ শাসক দলের অভিযোগ ছিল, আসলে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করতেই 'দিদি ও দিদি'-র প্রয়োগ করছেন প্রধানমন্ত্রী৷ একজন মহিলার প্রতি এই ধরনের কটাক্ষ অবমাননাকর বলেও অভিযোগ করেছিল তৃণমূল৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ দিন কালচিনির সভা থেকে বলেন, 'আমাকে দিদি ও দিদি বলে রোজ ব্যঙ্গ করছে৷ আমার তাতে কোনও আপত্তি নেই৷ আমার গুরুত্ব আছে বলেই এসব করছে৷'
মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যাই বলুক না কেন, রাজ্যে ভোট প্রচারে ফের নরেন্দ্র মোদির মুখে শোনা গেল 'দিদি ও দিদি'৷ এ দিন কোচবিহারের সভা থেকে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে গিয়ে 'দিদি ও দিদি'-কেই অস্ত্র করলেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি এ দিন বার বারই দাবি করেছেন, নিজের এবং দলের হার নিশ্চিত, তা নিজের আচরণে এবং বক্তব্যের মাধ্যেই বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
রাজ্যে নির্বাচন যত এগোচ্ছে, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধে ততই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি৷ এমনিতে দলীয় নেতা, কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে 'দিদি' হিসেবেই জনপ্রিয় মুখ্যমন্ত্রী৷ দিল্লির রাজনৈতিক মহলেও অনেকেই তাঁকে শুধু দিদি বা মমতা দিদি বলে ডাকেন৷ কিন্তু এবারের ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেলতে সেই দিদি ডাককেই অস্ত্র করেছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর এই 'দিদি ও দিদি' উক্তি বিজেপি-র কর্মী- সমর্থকদের মধ্যেও জনপ্রিয় হয়েছে৷ আর তা বুঝতে পেরেই সম্ভবত আরও বেশি করে এই শব্দবন্ধকেই বার বার সামনে নিয়ে আসছেন প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
নরেন্দ্র মোদি এ দিন কটাক্ষ করে বলেন, 'দিদি আজকাল প্রশ্ন করছে আমি কি ভগবান যে ভোটের ফল আগেই বলে দিচ্ছি? দিদি ও দিদি, ভোটে কে হারবে কে জিতবে সেটা বোঝার জন্য ভগবানকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই৷ জনতা জনার্দনই ভগবানের রূপ৷ জনতার চেহারা দেখেই হাওয়া কোন দিকে বোঝা যায়৷ আর দ্বিতীয়ত, ভোটের ফলের অনুমান কীভাবে পাওয়া যায়? আপনার রাগ, ব্যবহার, বক্তব্য দেখেই যে কোনও বাচ্চাও বলে দেবে যে আপনি ভোটে হেরে গিয়েছেন, ময়দান ছেড়ে দিয়েছেন৷'
advertisement
প্রধানমন্ত্রী এ দিন অভিযোগ করেছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করতেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে৷ নরেন্দ্র মোদির দাবি, হার এড়াতে মানুষকে ভুল বোঝানোর ব্যর্থ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2021 2:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Modi Attacks Mamata: মোদির মুখে ফের 'দিদি ও দিদি', তৃণমূলের আপত্তিকে অগ্রাহ্য প্রধানমন্ত্রীর