Nandigram News: নন্দীগ্রামে আবার জমি আন্দোলন? রেলের প্রকল্পে ঘনাচ্ছে মেঘ! বড় দাবি জমিদাতাদের

Last Updated:

Nandigram News: জমিদাতা পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি অনুযায়ী, চাকরি দিতে হবে, এই দাবিতে তাঁরা আন্দোলনে নামার কথাও জানিয়ে দিয়েছেন জমিদাতা মানুষজন।

নন্দীগ্রামে ফের জমি আন্দোলন?
নন্দীগ্রামে ফের জমি আন্দোলন?
নন্দীগ্রাম: নন্দীগ্রামে আবার জমি আন্দোলন? আগে চাকরি, তারপরে তাদের জমিতে রেলের কাজ শুরু হোক। দাবি নন্দীগ্রামের জমিদাতাদের। বিষয়টি নিয়ে ফের জমি আন্দোলনের ডাক দিচ্ছেন নন্দীগ্রামের জমিদাতারা। রেললাইন সম্প্রসারণের বন্ধ কাজ দুদিন আগেই পরিদর্শন করে গিয়েছেন রেল কর্তারা। দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েও গিয়েছেন তাঁরা। যা নিয়েই এবার সরব হচ্ছেন নন্দীগ্রাম রেলপথ প্রকল্পে জমিদাতা পরিবারের সদস্যরা।
জমিদাতা পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি অনুযায়ী, চাকরি দিতে হবে, এই দাবিতে তাঁরা আন্দোলনে নামার কথাও জানিয়ে দিয়েছেন জমিদাতা মানুষজন। নন্দীগ্রামে রেল সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণে বেশির ভাগ জমিদাতা পরিবারের সদস্যরা চাকরি পেলেও এখনও অনেক জমিদাতা পরিবারের সদস্য চাকরি পাননি বলে দাবি একাংশের। ২০০৯ সালের পর থমকে যাওয়া রেল প্রকল্পের কাজ শুরু করতে দুদিন আগেই নন্দীগ্রাম রেল প্রকল্পের হালহকিকত পরিদর্শন করেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা। পরিদর্শন করে তাঁরা জানান, খুব দ্রুত কাজ শুরু হবে থমকে যাওয়া এই নন্দীগ্রামের রেল প্রকল্পের কাজ।
advertisement
advertisement
আর সেই কাজ শুরু হওয়ার আগে আগেই জমি হারাদের কাজ দিতে হবে এই দাবিতে প্রয়োজনে আন্দোলনে নামবেন বলে জানিয়ে দিয়েছেন চাকরি না পাওয়া জমিদাতা পরিবারের সদস্যরা।
advertisement
এখন নতুন করে রেল প্রকল্পের কাজ শুরু হতে চলা অবস্থায় চাকরি না পাওয়া জমি দাতা পরিবারগুলি দাবি জানাচ্ছে, আগে তাদের কাজ, তারপরে রেলের কাজ। জানা গেছে, নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ রেল প্রকল্পের মোট দৈর্ঘ্য ২২ কিমি লম্বা। তার মধ্যে ১৮.৫ কিলোমিটার রেললাইনের কাজ হওয়ার কথা নন্দীগ্রামে। দেশপ্রাণ স্টেশনের আগে দিঘা-তমলুক রেললাইনের সঙ্গে তা সংযুক্ত হবে নন্দীগ্রাম। এই কাজের জন্য জমি নির্ধারণ হয়ে গিয়েছিল। পুনরায় কিছু জমি চিহ্নিতকরণের কাজ হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram News: নন্দীগ্রামে আবার জমি আন্দোলন? রেলের প্রকল্পে ঘনাচ্ছে মেঘ! বড় দাবি জমিদাতাদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement