Nandigram News: নন্দীগ্রামে আবার জমি আন্দোলন? রেলের প্রকল্পে ঘনাচ্ছে মেঘ! বড় দাবি জমিদাতাদের
- Written by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Nandigram News: জমিদাতা পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি অনুযায়ী, চাকরি দিতে হবে, এই দাবিতে তাঁরা আন্দোলনে নামার কথাও জানিয়ে দিয়েছেন জমিদাতা মানুষজন।
নন্দীগ্রাম: নন্দীগ্রামে আবার জমি আন্দোলন? আগে চাকরি, তারপরে তাদের জমিতে রেলের কাজ শুরু হোক। দাবি নন্দীগ্রামের জমিদাতাদের। বিষয়টি নিয়ে ফের জমি আন্দোলনের ডাক দিচ্ছেন নন্দীগ্রামের জমিদাতারা। রেললাইন সম্প্রসারণের বন্ধ কাজ দুদিন আগেই পরিদর্শন করে গিয়েছেন রেল কর্তারা। দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েও গিয়েছেন তাঁরা। যা নিয়েই এবার সরব হচ্ছেন নন্দীগ্রাম রেলপথ প্রকল্পে জমিদাতা পরিবারের সদস্যরা।
জমিদাতা পরিবারের সদস্যদের প্রতিশ্রুতি অনুযায়ী, চাকরি দিতে হবে, এই দাবিতে তাঁরা আন্দোলনে নামার কথাও জানিয়ে দিয়েছেন জমিদাতা মানুষজন। নন্দীগ্রামে রেল সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণে বেশির ভাগ জমিদাতা পরিবারের সদস্যরা চাকরি পেলেও এখনও অনেক জমিদাতা পরিবারের সদস্য চাকরি পাননি বলে দাবি একাংশের। ২০০৯ সালের পর থমকে যাওয়া রেল প্রকল্পের কাজ শুরু করতে দুদিন আগেই নন্দীগ্রাম রেল প্রকল্পের হালহকিকত পরিদর্শন করেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা। পরিদর্শন করে তাঁরা জানান, খুব দ্রুত কাজ শুরু হবে থমকে যাওয়া এই নন্দীগ্রামের রেল প্রকল্পের কাজ।
advertisement
advertisement
আর সেই কাজ শুরু হওয়ার আগে আগেই জমি হারাদের কাজ দিতে হবে এই দাবিতে প্রয়োজনে আন্দোলনে নামবেন বলে জানিয়ে দিয়েছেন চাকরি না পাওয়া জমিদাতা পরিবারের সদস্যরা।
advertisement
এখন নতুন করে রেল প্রকল্পের কাজ শুরু হতে চলা অবস্থায় চাকরি না পাওয়া জমি দাতা পরিবারগুলি দাবি জানাচ্ছে, আগে তাদের কাজ, তারপরে রেলের কাজ। জানা গেছে, নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ রেল প্রকল্পের মোট দৈর্ঘ্য ২২ কিমি লম্বা। তার মধ্যে ১৮.৫ কিলোমিটার রেললাইনের কাজ হওয়ার কথা নন্দীগ্রামে। দেশপ্রাণ স্টেশনের আগে দিঘা-তমলুক রেললাইনের সঙ্গে তা সংযুক্ত হবে নন্দীগ্রাম। এই কাজের জন্য জমি নির্ধারণ হয়ে গিয়েছিল। পুনরায় কিছু জমি চিহ্নিতকরণের কাজ হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 04, 2023 12:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram News: নন্দীগ্রামে আবার জমি আন্দোলন? রেলের প্রকল্পে ঘনাচ্ছে মেঘ! বড় দাবি জমিদাতাদের







