Nandigram: নন্দীগ্রামে মাওবাদী মহিলার খোঁজ! ছুটে এল ঝাড়খণ্ড পুলিশ, ঘটল মারাত্মক ঘটনা
- Published by:Suman Biswas
- local18
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Nandigram: জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়ার বাসিন্দা, মিতা,ওরফে নয়নতারা- ঝুম্পা-পরী স্বামীর নাম-রামপ্রসাদ মার্ডি পিতার নাম-রামকৃষ্ণ শাউ, গ্রাম- সোনাচূড়া, থানা-নন্দীগ্রাম।
নন্দীগ্রাম: অভিযুক্ত মহিলা ‘মাওবাদী’-র খোঁজে নন্দীগ্রামে ঝাড়খণ্ড পুলিশ। নন্দীগ্রামের সোনাচুড়ায় ঢ্যাঁড়া পিটিয়ে, পোস্টার সাঁটিয়ে নোটিস জারি করল ঝাড়খণ্ড পুলিশ! ঘাটশিলা কোর্টের অর্ডারে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে সোনাচূড়া বাজারে ঢোল বাজিয়ে নোটিস জারি করল ঝাড়খণ্ড পুলিশ।
জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়ার বাসিন্দা, মিতা,ওরফে নয়নতারা- ঝুম্পা-পরী স্বামীর নাম-রামপ্রসাদ মার্ডি পিতার নাম-রামকৃষ্ণ শাউ, গ্রাম- সোনাচূড়া, থানা-নন্দীগ্রাম। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147/148/149/353/307 IPC ও 25(1-b) a26/35/27 of arms act.sec 4/5 of CLA act. And sec 16/17 UAPA act মামলা রুজু হয়েছে।
advertisement
advertisement
এই ধারা অনুযায়ী ঘাটশিলা থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। ঘাটশিলা আদালতে সেই মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন আসামীকে বারবার আদালত থেকে নোটিস করা সত্ত্বেও আসামি আদালতে হাজির হয়নি। তাই ঘাটশিলা আদালত থেকে তাঁর বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে।
advertisement
আসামি যদি ঘাটশিলা আদালতে হাজির না হয় পরবর্তীতে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সেই মর্মে ঘাটশিলা থানার আধিকারিক বৃহস্পতিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া বাজারে বিকেল তিনটের সময় ঢোল বাজিয়ে, বাজারে নোটিস জারি করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 9:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নন্দীগ্রামে মাওবাদী মহিলার খোঁজ! ছুটে এল ঝাড়খণ্ড পুলিশ, ঘটল মারাত্মক ঘটনা