Nandigram: নন্দীগ্রামে মাওবাদী মহিলার খোঁজ! ছুটে এল ঝাড়খণ্ড পুলিশ, ঘটল মারাত্মক ঘটনা

Last Updated:

Nandigram: জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়ার বাসিন্দা, মিতা,ওরফে নয়নতারা- ঝুম্পা-পরী স্বামীর নাম-রামপ্রসাদ মার্ডি পিতার নাম-রামকৃষ্ণ শাউ, গ্রাম- সোনাচূড়া, থানা-নন্দীগ্রাম।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
নন্দীগ্রাম: অভিযুক্ত মহিলা ‘মাওবাদী’-র খোঁজে নন্দীগ্রামে ঝাড়খণ্ড পুলিশ। নন্দীগ্রামের সোনাচুড়ায় ঢ্যাঁড়া পিটিয়ে, পোস্টার সাঁটিয়ে নোটিস জারি করল ঝাড়খণ্ড পুলিশ! ঘাটশিলা কোর্টের অর্ডারে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে সোনাচূড়া বাজারে ঢোল বাজিয়ে নোটিস জারি করল ঝাড়খণ্ড পুলিশ।
জানা গিয়েছে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়ার বাসিন্দা, মিতা,ওরফে নয়নতারা- ঝুম্পা-পরী স্বামীর নাম-রামপ্রসাদ মার্ডি পিতার নাম-রামকৃষ্ণ শাউ, গ্রাম- সোনাচূড়া, থানা-নন্দীগ্রাম। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147/148/149/353/307 IPC ও 25(1-b) a26/35/27 of arms act.sec 4/5 of CLA act. And sec 16/17 UAPA act মামলা রুজু হয়েছে।
advertisement
advertisement
এই ধারা অনুযায়ী ঘাটশিলা থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। ঘাটশিলা আদালতে সেই মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন আসামীকে বারবার আদালত থেকে নোটিস করা সত্ত্বেও আসামি আদালতে হাজির হয়নি। তাই ঘাটশিলা আদালত থেকে তাঁর বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে।
advertisement
আসামি যদি ঘাটশিলা আদালতে হাজির না হয় পরবর্তীতে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সেই মর্মে ঘাটশিলা থানার আধিকারিক বৃহস্পতিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া বাজারে বিকেল তিনটের সময় ঢোল বাজিয়ে, বাজারে নোটিস জারি করে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নন্দীগ্রামে মাওবাদী মহিলার খোঁজ! ছুটে এল ঝাড়খণ্ড পুলিশ, ঘটল মারাত্মক ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement