Nandigram News: বিজেপি নেতাদের বাড়িতে তৃণমূল নেতারা! নন্দীগ্রামে গেরুয়া শিবিরে তুলকালাম কাণ্ড

Last Updated:

Nandigram News: নন্দীগ্রামের দুই বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়দেব দাস এবং বটকৃষ্ণ দাসের বাড়িতে যান নন্দীগ্রামের ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ সহ স্থানীয় তৃণমূল নেতারা।

নন্দীগ্রাম বিজেপি শিবিরে মহা শোরগোল
নন্দীগ্রাম বিজেপি শিবিরে মহা শোরগোল
#নন্দীগ্রাম: বিজেপি নেতাদের বাড়িতে তৃণমূল নেতারা! নন্দীগ্রামের বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বাড়িতে হাজির তৃণমূল নেতারা! সাংবাদিক বৈঠক করে বিজেপির পদ ছেড়েছেন যাঁরা, নন্দীগ্রামের সেইসব বিক্ষুব্ধ নেতাদের বাড়িতে গিয়ে তাঁদের তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন নন্দীগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি সহ শাসক নেতারা। এদিকে, এসবের মধ্যেই দলবিরোধী কাজের অভিযোগে পাঁশকুড়ার চার বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করল রাজ্য বিজেপি।
নন্দীগ্রামের দুই বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়দেব দাস এবং বটকৃষ্ণ দাসের বাড়িতে যান নন্দীগ্রামের ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ সহ স্থানীয় তৃণমূল নেতারা। বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে দুপক্ষের তরফে দাবি করা হলেও রাজনৈতিক মহলের দাবি, খুব শীঘ্রই এই দুই বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে চলেছেন।
advertisement
advertisement
এদিকে নন্দীগ্রামের ঘটনা নিয়ে যখন চর্চা চলছে, তখনই পাঁশকুঁড়ার চার বিক্ষুব্ধ বিজেপি নেতাকে বিজেপির রাজ্য নেতৃত্ব দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি শ্রমিক সংগঠনের কনভেনার সিন্টু সেনাপতি সহ চারজনকে বহিষ্কার করেছে রাজ্য বিজেপি।
advertisement
দলের শৃঙ্খলা ভঙ্গ ও দল বিরোধী কাজ লিপ্ত থাকার জন্য পাঁশকুড়ার চারজন বিজেপি নেতাকে বহিষ্কার করেছে। জানা গিয়েছে, মাস কয়েক আগে পাঁশকুড়া দলীয় বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তমলুক সংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি কার্যকর্তারা। অভিযোগ, সিন্টু সেনাপতি ও রাজ্য যুব মোর্চার সদস্য প্রতীক পাখিরা সহ কয়েকজন বিজেপি নেতারা জেলা সভাপতি সহ বিজেপি নেতৃত্বকে মারধর করেন। এমন অভিযোগের পর অভিযুক্তদের শোকজ করে রাজ্য বিজেপি। শোকজের পর এবার কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব।
advertisement
পাঁশকুড়া বিজেপি নেতা, ২০২১ সালে বিজেপি পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি, প্রাক্তন জেলা যুব মোর্চার সভাপতি রাজ্য বিজেপি নেতা ও ঘাটাল সাংগঠনিক জেলার যুব মোর্চার পর্যবেক্ষক প্রতীক পাখিরা, প্রাক্তন মণ্ডল সভাপতি তথা জেলা বিজেপি কমিটির সদস্য উত্তম সেনা ও বিজেপি নেতা কৌশিক জানাকে দল থেকে বরিষ্কার করেছে বিজেপি। যা নিয়ে টিপ্পনী কাটছেন তৃণমূল নেতৃত্ব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram News: বিজেপি নেতাদের বাড়িতে তৃণমূল নেতারা! নন্দীগ্রামে গেরুয়া শিবিরে তুলকালাম কাণ্ড
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement