Rampurhat Violence: পুড়ে গিয়েছিল ৬০ শতাংশ, হল না শেষরক্ষা, বগটুই কাণ্ডে মৃত্যু নাজমা বিবির!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rampurhat Violence: অসুস্থ নাজমা বিবির শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ছিলই। শেষমেশ মৃত্যু হল তাঁর।
#বগটুই: বগটুই-কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ওই ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। বগটুই কাণ্ডে আহত তিন জন ভর্তি ছিলেন রামপুরহাট হাসপাতালে। তাঁদের মধ্যে ছিলেন একজন মহিলা। নাম নাজমা বিবি। অবশেষে সেই নাজমা বিবির মৃত্যু হল এদিন। ইতিমধ্যেই সিবিআই আহতদের বয়ান রেকর্ড করতে করতে হাসপাতালে গিয়েছিল। অসুস্থ নাজমা বিবির শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ছিলই। শেষমেশ মৃত্যু হল তাঁর।
এদিকে, রামপুরহাটের বগটুই-কাণ্ডের তদন্তে সিবিআই-এর আজ তৃতীয় দিন। আজ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে পারে সিবিআই। সূত্রের খবর, ডাকা হতে পারে মৃতের পরিজন মিহিলাল শেখকে। রবিবার সিবিআই হেফাজতে যাওয়ার সময় ঘটনার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা আনিরুল হোসেন দাবি করেছিলেন তিনি নির্দোষ। তাঁর অভিযোগ, এই ঘটনায় বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে।
advertisement
advertisement
বগটুই-কাণ্ডে আহত তিন জন ভর্তি ছিলেন রামপুরহাট হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, শেষ কয়েক ঘণ্টা নাজমা বিবির শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক ছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। উল্লেখ্য, রামপুরহাটে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওই মহিলার শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। ইচ্ছে থাকলেও কলকাতায় নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাই বীরভূমে পাঠানো হয়েছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের।
advertisement
সোমবার নিয়ে তৃতীয় দিন ঘটনাস্থলে যাবে সিবিআই। সোমবার মৃতের পরিজনদের সঙ্গে কথা বলতে পারে সিবিআই। এদিন ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় ফরেন্সিক দলও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2022 10:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rampurhat Violence: পুড়ে গিয়েছিল ৬০ শতাংশ, হল না শেষরক্ষা, বগটুই কাণ্ডে মৃত্যু নাজমা বিবির!