Boro Maa Niranjan LIVE: দারুণ সুযোগ! ভিড় এড়িয়ে নৈহাটির বড় মা কালীর নিরঞ্জন দেখুন

Last Updated:

ভিড় এড়িয়ে নৈহাটির বড় মা কালীর নিরঞ্জন দেখার সুযোগ ভার্চুয়ালি

বড় মা কালী
বড় মা কালী
উত্তর ২৪ পরগনা: মায়ের বিদায় বেলা, তাই আকাশের মুখও আজ ভার। এই কয়েকদিন মহা ধুমধামে পূজিত হলেন নৈহাটির বড় মা কালী। লক্ষাধিক ভক্ত লাইন দিয়ে পুজো দিলেন মা-র কাছে। নৈহাটির অরবিন্দ রোডের বড়মা কালীর পুজো এবছর একশো বছরে পদার্পণ করায় বহু অংশে বেড়েছে জৌলুস। বিদায়বেলায় মায়ের দর্শন পাবেন সবাই, এমনকী বাড়ি বসেই, তেমনই রয়েছে ব্যবস্থা৷
দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড়মার সুখ্যাতি। ২১ ফুটের নৈহাটির বড়মার ও তার সঙ্গে ১০০ কেজির উপর স্বর্ণালংকার দেখতে প্রতি বছরই ভক্তদের জনসমুদ্র লক্ষ্য করা যায় পুজোর কদিন। যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদেরও।
advertisement
advertisement
বড়মার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরার না বড়মা, তাই বিশ্বাস নিয়ে বড়মার কাছে বারংবার ছুটে আসেন অগণিত ভক্ত। জানা যায়, নবদ্বীপে রাস উৎসবে গিয়ে বড় বড় মূর্তি দেখার পর, নৈহাটির নদিয়া জুটমিলের কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী বড় কালী পুজোর প্রচলন করেন। পরবর্তীতে বড় কালী বড়মা হিসেবে জনমানসে ছড়িয়ে পড়ে।
advertisement
বড়ামার বিসর্জন দেখুন লাইভ 
পুজোর এই চারদিন দেবীর বিশেষ পুজো করা হয়। প্রতিমা নিরঞ্জনের আগেও মায়ের গায়ের ১০০ কেজি সোনার গয়না খুলিয়ে মাকে সাজিয়ে তোলা হয় ফুলের গয়না দিয়ে। মায়ের বিসর্জন দেখতেও হাজার হাজার মানুষ ভিড় জমান নৈহাটিতে। চাকা লাগানো ট্রলির উপর বিশাল আকৃতির বড়মার মূর্তি টেনে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে তারপর সেখানেই বিসর্জন দেওয়ার রীতি চলে আসছে।
advertisement
এবারও বড়মার বিসর্জনকে ঘিরে সকাল থেকেই করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, চলছে বিশেষ পুজো। এরপর বড় মাকে ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে ফুলের গয়নায়। বেলা তিনটের পর থেকে নিরঞ্জন এর পথে যাবেন বড়মা। বড়মা পুজোকমিটির তরফ থেকে বারংবার  প্রচার করা হচ্ছে ভক্তদের উদ্দেশে। কারণ সকাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে নৈহাটি চত্বরে। যাতে কোন দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুজো কমিটির তরফে।
advertisement
এবার ঘরে বসেই বড়মার নিরঞ্জন লাইভ দেখার সুযোগ থাকবে রাজ্যবাসীর। ফলে ভিড় এড়িয়ে মোবাইলেই সরাসরি বড়মার নিরঞ্জন দেখতে পারবেন ভক্তরা। তাই ভিড় এড়িয়ে ভার্চুয়ালি বড়মার নিরঞ্জন দেখার পরামর্শ দিচ্ছে প্রশাসনও। এদিন প্রশাসনের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র ব্যাজ পরিহিত ভলেন্টিয়াররাই বড়মার সুবিশাল প্রতিমা টেনে নিয়ে যাবেন গঙ্গার ঘাটে, যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়৷ পাশাপাশি সাধারণ মানুষের ভক্তদের যাতে কোনরকম সমস্যা তৈরি না হয় তার জন্য এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
advertisement
Rudra Nrayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Boro Maa Niranjan LIVE: দারুণ সুযোগ! ভিড় এড়িয়ে নৈহাটির বড় মা কালীর নিরঞ্জন দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement