Naihati: নৈহাটি স্টেশনে যাত্রীদের ভিড়ের মধ্যে ওরা কারা! কী ছিল অতগুলো ব্যাগে? মাথায় হাত জিআরপি-র! কী উদ্ধার হল জানেন? চমকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Naihati: তল্লাশি শুরু হতেই পালাবার চেষ্টা করে একজন। তৎক্ষণাৎ চার জনকেই আটক করে জিআরপি।
নৈহাটি, রুদ্র নারায়ণ রায়: শিয়ালদহ মেইন শাখায় নৈহাটি স্টেশনে ঘটল এক নজিরবিহীন ঘটনা! নৈহাটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হল প্রায় ৭৭ কেজি গাঁজা। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জিআরপি। সূত্রের খবর, বৃহস্পতিবার ডাউন রামপুরহাট লোকাল থেকে চার ব্যক্তি নামে নৈহাটি স্টেশনে। তাদের প্রত্যেকের হাতেই ছিল একাধিক টুরিস্ট ব্যাগ। আচরণে সন্দেহ হয় কর্তব্যরত আরপিএফ ও জিআরপি জওয়ানদের।
এরপর তল্লাশি শুরু হতেই পালাবার চেষ্টা করে একজন। তৎক্ষণাৎ চার জনকেই আটক করে জিআরপি। তল্লাশিতে বেরিয়ে আসে একের পর এক ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ৭৭ কেজি। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনই নিউ ব্যারাকপুরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাদের মধ্যে দু’জন আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত।
advertisement
advertisement
নদিয়া জেলায় ওই বিপুল পরিমাণ গাঁজা পাচার করার পরিকল্পনা ছিল বলেই মনে করছে জিআরপি। তবে এই মাদকচক্র কতদূর বিস্তৃত এবং কারা এর পেছনে রয়েছে, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। রেল পুলিশের এক আধিকারিক বলেন, শিয়ালদহ মেন শাখায় এভাবে এত বড় পরিমাণে গাঁজা উদ্ধার এই প্রথম। এটি নিঃসন্দেহে একটি বড় সাফল্য। রেল স্টেশনের মতো জনবহুল জায়গায় যাত্রী সেজেই মাদক পাচারের পরিকল্পনা ছিল তাদের। স্টেশনে ভিড়ের মধ্যে মিশে গিয়ে, এই মাদক পাচার করাই উদ্দেশ্য ছিল পাচারকারীদের। তাদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 5:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati: নৈহাটি স্টেশনে যাত্রীদের ভিড়ের মধ্যে ওরা কারা! কী ছিল অতগুলো ব্যাগে? মাথায় হাত জিআরপি-র! কী উদ্ধার হল জানেন? চমকে উঠবেন শুনে