Nadia News: মাঝরাতে দোকান থেকে উধাও হল মাত্র দু'টো জিনিস! জেনে চমকে উঠছে সবাই... অভিনব চুরি শান্তিপুরে
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
শান্তিপুর বড় জিয়াকুর গ্রামে এক রাতে গণচুরিতে মন্দিরসহ চারটি দোকানে অদ্ভুত চুরি! পুলিশ তদন্তে, এলাকাবাসী আতঙ্কিত।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: আগেকার দিনে চোর বাড়িতে আসতো সিঁধ কেটে, তবে এখন আধুনিক যুগের আধুনিক চোর! মাঝরাতে চোর এসে দোকান ভেঙ্গে নিয়ে গেল সিগারেট খাদ্যদ্রব্য আরও একাধিক সামগ্রী। এক রাত্রে গণচুরি গ্রামের মন্দিরসহ চারটি দোকানে।
নদিয়ার শান্তিপুর ব্লকের আর বান্দি দু’নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুর গ্রামের একই ছাদের তলায় পরিতোষ সরকারের স্টেশনারি এবং ডাক্তারখানা, পঞ্চাননতলা মন্দিরের দুটি গ্রিলের তালা ভেঙে প্রনামী বাক্স প্রতিমার সামান্য কিছু রুপোর অলংকার, কিছুটা দূরে মাঠের কাছে পিন্টু সরকারের মুদিখানা দোকানের পেছনের দরজার তালা ভেঙে খাদ্য খাবার, পার্শ্ববর্তী তালপুকুর পাড়ার জলের ট্যাংকি পাশে সুকচাঁদ রাজোয়ারের দোকানে ক্যাশ বাক্স সরষের তেলের টিন, সিগারেটের প্যাকেট সহ বিভিন্ন খাদ্য খাবার চুরি যায় শুক্রবার রাতে।
advertisement
advertisement
প্রত্যেকেই এদিন সকালে লক্ষ্য করেন দোকান ভাঙ্গা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে খতিয়ে দেখে যায় তবে গ্রামে খুব বেশি সিসি ক্যামেরা না থাকায় তদন্ত যথেষ্ট কঠিন বলে মানছেন তারাও। তবে ডাক্তারখানার শাটারের তলায় জগ লাগিয়ে উঁচু করার দুঃসাহসিক ঘটনা থেকে মনে হচ্ছে এটি কোনও সাধারণ ছুটি নয় এর পেছনে রয়েছে বড়সড় কোন মাথা।
advertisement
তবে কঠিন এই শীতের রাতে দীর্ঘক্ষণ সময় ধরে গণচুরিতে, আতঙ্কিত এলাকাবাসী। অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টি তাই আবারও দ্বিতীয়বারের জন্য গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারদের পাঠানো হয়েছে সেখানে। প্রশাসনের আশ্বাস থাকলেও এমন দুঃশাসির চুরির ঘটনার কারণে নিশ্চিন্ত ভাবে থাকতে পারছে না ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
December 06, 2025 1:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মাঝরাতে দোকান থেকে উধাও হল মাত্র দু'টো জিনিস! জেনে চমকে উঠছে সবাই... অভিনব চুরি শান্তিপুরে

