Nadia News: হেঁটে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ঘটনা! বৃদ্ধকে সজোরে ধাক্কা গাড়ির, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ

Last Updated:

Nadia News: জানা যাচ্ছে, সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধ হেঁটে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও প্রাণ বাঁচানো যায়নি।

বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন
বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন
চাকদহ, নদিয়া, রঞ্জিত সরকারঃ রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন এক বৃদ্ধ। সেই সময়ই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সোমবার দুপুরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রবীণের। ইতিমধ্যেই ঘাতক গাড়ি সহ চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এদিন দুপুরে নদিয়া জেলার চাকদহ থানার মদনপুরে ঘটনাটি ঘটেছে। মৃত বৃদ্ধের নাম সুনীল দে (৬৫)। তিনি মদনপুর গৌরাঙ্গ পাড়ার বাসিন্দা।
জানা যাচ্ছে, সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধ হেঁটে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। আওয়াজ শুনে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে।
আরও পড়ুনঃ প্রান্তিক এলাকার মানুষের কষ্ট অতীত! ঢেলে সাজানো হল রায়দিঘি গ্রামীণ হাসপাতাল, মিলছে সিজার-ইসিজি-এক্স-রে সহ একগুচ্ছ পরিষেবা
এলাকাবাসী ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা সুনীলবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চাকদহ থানার মদনপুর ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই ঘাতক গাড়ি সহ চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। কীভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: হেঁটে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ঘটনা! বৃদ্ধকে সজোরে ধাক্কা গাড়ির, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement