South 24 Parganas News: প্রান্তিক এলাকার মানুষের কষ্ট অতীত! ঢেলে সাজানো হল রায়দিঘি গ্রামীণ হাসপাতাল, মিলছে সিজার-ইসিজি-এক্স-রে সহ একগুচ্ছ পরিষেবা

Last Updated:

South 24 Parganas News: পুরনো ভবন সংস্কার করে ঝাঁ চকচকে হয়ে উঠেছে রায়দিঘি হাসপাতাল। হাসপাতাল ভবনের সংস্কার, পরিকাঠামোগত উন্নয়ন সহ আরও অনেক কাজ হচ্ছে। বর্তমানে এখানে কী কী পরিষেবা পাওয়া যাচ্ছে ঝটপট জেনে নিন।

+
রায়দিঘি

রায়দিঘি গ্রামীণ হাসপাতালের ম্যাটারনিটি কমপ্লেক্স

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ প্রান্তিক এলাকার মানুষের জন্য রায়দিঘি গ্রামীণ হাসপাতালে শুরু হল একাধিক পরিষেবা। মাতৃত্বকালীন পরিষেবা থেকে শুরু করে শিশুবান্ধব পরিষেবা, অ্যান্টিনেটাল কেয়ার, ম্যাটারনিটি কমপ্লেক্স সহ আরও অনেক কিছু চালু হল।
এই হাসপাতালটি মূলত ব্লক হাসপাতাল হলেও অনেক দূরবর্তী ও সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজন এর উপর নির্ভর করেন। ফলে এখানে পরিষেবা বাড়ানোর প্রয়োজন হয়ে পড়ে। এবার এখানেই সিজার করা থেকে শুরু করে অত্যাধুনিক এক্স-রে, ইসিজির মতো সকল পরিষেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও অনেক পরিষেবা দ্রুত চালু হবে। কয়েক কোটি টাকা ব্যয়ে হাসপাতালটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। সম্প্রতি দুর্গম এলাকায় যাওয়ার জন্য আনা হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা যান।
advertisement
আরও পড়ুনঃ হাতের কারিগরিতে বেঁচে আছে পরিবার! আগুন ও লোহার সঙ্গেই চলছে জীবনের সংগ্রাম, লৌহশিল্পীদের টিকে থাকার কঠিন লড়াই
পুরনো ভবন সংস্কার করে ঝাঁ চকচকে হয়ে উঠেছে রায়দিঘি হাসপাতাল। হাসপাতাল ভবনের সংস্কার, পরিকাঠামোগত উন্নয়ন সহ আরও অনেক কাজ হচ্ছে। এই হাসপাতালটি গ্রামীণ হাসপাতাল হলেও এখানে রোগী ভর্তির সংখ্যা অনেক। এই হাসপাতালের উপর নির্ভর করেন পাথরপ্রতিমা, কুলতলি, মথুরাপুর ১ ও ২ নং ব্লকের অনেক মানুষজন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রোজ এখানে কয়েক হাজার রোগী আসেন। ফলে এখানকার পরিকাঠামো বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছিল। তার উপর হাসপাতাল ভবনটি পুরনো হয়ে যাওয়ায় সেখানে অনেক অসুবিধা হচ্ছিল। বর্তমানে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। জোরকদমে ইনডোর ভবন সংস্কারের কাজ চলছে। এছাড়াও এমপি ল্যাড ও বিধায়ক তহবিলের টাকা থেকে আরও অন্যান্য কাজ করা হবে। ফলে খুশি সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রান্তিক এলাকার মানুষের কষ্ট অতীত! ঢেলে সাজানো হল রায়দিঘি গ্রামীণ হাসপাতাল, মিলছে সিজার-ইসিজি-এক্স-রে সহ একগুচ্ছ পরিষেবা
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement