Nadia News: নাতবউকে নিয়ে একা থাকেন বৃদ্ধা, হঠাৎ বাড়ির বাথরুমে তাক করা সিসি ক্যামেরা! তারপরেই যা ঘটল, শুনে চমকে উঠবেন

Last Updated:

Nadia News: ক্যামেরা ঘুরিয়ে নেওয়ার আবেদন করতে গেলে বয়স্কা মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ ওই পরিবারের বিরুদ্ধে।

থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বৃদ্ধা
থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বৃদ্ধা
শান্তিপুর: নাতবউকে নিয়ে একাকী থাকা বৃদ্ধার বাড়ির স্নানঘরের দিকে তাক করে সিসি ক্যামেরা! আপত্তি জানালে পরিবারকেই মারধরের অভিযোগ, অভিযোগ অস্বীকার অভিযুক্তের। বাড়ির সিসি ক্যামেরা প্রতিবেশী পরিবারের বাথরুমের দিকে তাক করা। যেখানে সেই বাড়িতে নাতবউকে নিয়ে একা থাকেন এক বৃদ্ধা। নাতি কর্মসূত্রে থাকে বিদেশে। ক্যামেরা ঘুরিয়ে নেওয়ার আবেদন করতে গেলে বয়স্কা মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ ওই পরিবারের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় আক্রান্ত বয়স্কা বৃদ্ধ মহিলা জানান, গতকাল গয়েশপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন মণ্ডল বাড়ির সিসিটিভি ক্যামেরা তাদের স্নানঘরের দিকে লাগান, সেটিকে সরিয়ে ফেলার জন্য তিনি গিয়েছিলেন কথা বলতে। যদিও এর আগে বারংবার জানানো হয়েছে।
advertisement
advertisement
বৃদ্ধার অভিযোগ এরপরে আনোয়ার হোসেন মণ্ডল চিৎকার চেঁচামেচি শুরু করে এবং আনোয়ারের ভাই আমির হোসেন মণ্ডল মনোহরা বিবি নামে বৃদ্ধার উপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনায় আক্রান্ত বৃদ্ধাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যেতে হয় এবং পরবর্তীতে পঞ্চায়েত আনোয়ার হোসেন মণ্ডল, আমির হোসেন মণ্ডল এবং মনোহরা বিবির বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। বৃদ্ধার শারীরিক পরিস্থিতি ভাল না থাকার কারণে আবারও এদিন শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করতে এসে থানায় জমা করেন চিকিৎসাজনিত কাগজপত্র।
advertisement
যদিও এই ঘটনায় মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে অভিযুক্তর পরিবারের সদস্য আনোয়ার হোসেন মণ্ডল। তার দাবি, সিসি ক্যামেরার উপকারিতা সকলেই জানে। ২০০ মিটার সেই বাড়ির কিছুই দেখা যায় না। বোম বারুদের ব্যবসা হয়, সেগুলি হবে না বলেই এরকম মিথ্যে অভিযোগ শান্তিপুর থানায় দায়ের করা হয়েছে। তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি। যদিও ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
— Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নাতবউকে নিয়ে একা থাকেন বৃদ্ধা, হঠাৎ বাড়ির বাথরুমে তাক করা সিসি ক্যামেরা! তারপরেই যা ঘটল, শুনে চমকে উঠবেন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement