তেহট্টের গণ্ডগ্রামে আচমকা বিদেশি আগন্তুক...! কী কারণে হাজির নেদারল্যান্ডের যুবক? জানা গেল আসল 'কাহিনি'!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: তেহট্টের জিতপুরে এক কিশোরীর সঙ্গে নেদারল্যান্ডস নিবাসী এক যুবক এলেন দেখা করতে। তবে অনেকেই এই ঘটনার অনেক রকম অপপ্রচার করছেন বলে জানা গিয়েছে। এবার প্রকাশ্যে এল সম্পূর্ণ সত্যি!
নদিয়া: তেহট্টের জিতপুরে এক কিশোরীর সঙ্গে নেদারল্যান্ডস নিবাসী এক যুবক এলেন দেখা করতে। তবে অনেকেই এই ঘটনার অনেক রকম অপপ্রচার করছেন বলে জানা গিয়েছে। এবার প্রকাশ্যে এল সম্পূর্ণ সত্যি! সূত্র মারফত জানা যায় ওই যুবকের সঙ্গে এর আগেই পরিচয় ছিল ওই কিশোরী এবং তাঁর পরিবারের সঙ্গে। তবে তাঁদের মধ্যে কোনও প্রণয় গঠিত সম্পর্ক ছিল কিনা তা জানা যায়নি।
আচমকা একজন বিদেশি পর্যটককে নদিয়া জেলার এমন গণ্ডগ্রামে ঘোরাফেরা করতে দেখে অনেকেরই কৌতুহল হয়। এরপর অনেকেই তাঁকে দেখে জানতে চায় এখানে আসার কারণ, কিন্তু ভাষার সমস্যায় অনেকেই বুঝতে পারেনি তাঁর কথা। অনেকেই ধরে নিয়েছেন নাবালিকার সঙ্গে কোনও প্রণয়ঘটিত টানেই সে ছুটে এসেছে এই গ্রামে।
advertisement
advertisement
ডাকা হয় পুলিশকে। পুলিশ প্রশাসন এসে ঘটনাস্থল থেকে ওই বিদেশিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, এরপর থানায় আসে ওই নাবালিকা এবং তাঁর মা। থানাতেই তাঁদের আলাপ হয়। দেখা-সাক্ষাৎ করার পরে দুই পক্ষকেই ছেড়ে দেওয়া হয়।
advertisement
পুলিশ সূত্রে খবর ওই একই দিনে কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত হয় তামান্না নামের এক নাবালিকা। সেই কারণে ওই ঘটনার রেশ যাতে এই স্থানে এসে না পড়ে সেই কারণে তেহট্ট থানার পুলিশ আগেভাগেই বিদেশি ওই যুবককে ফিরিয়ে দেন মায়াপুরে, কারণ প্রশাসন সূত্র মারফত জানা গিয়েছে, ওই বিদেশি পর্যটক বিগত ১০ বছর ধরে মায়াপুরের নিবাসী।
advertisement
যেহেতু মেয়েটি নাবালিকা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সেই কারণে পুলিশ কিংবা স্থানীয় এলাকার কোনও বাসিন্দারাই এই বিষয়ে মুখ খুলতে চাননি। এছাড়াও মেয়েটি এখনও নাবালিকা বলে তাঁর ভবিষ্যতের কথা মাথায় রেখেই নাবালিকা মেয়েটির মাও এই বিষয়ে কোনও মন্তব্য অথবা পুলিশে অভিযোগ করেনি বলেই জানা গিয়েছে সূত্র মারফত।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2025 7:55 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তেহট্টের গণ্ডগ্রামে আচমকা বিদেশি আগন্তুক...! কী কারণে হাজির নেদারল্যান্ডের যুবক? জানা গেল আসল 'কাহিনি'!