Nadia News: ট্রেনে যাচ্ছেন! নদিয়ায় যা ঘটল, ট্রেনে আর কোনওদিন অপরিচিত কারও সঙ্গে কথা বলবেন না! শুনে শিউরে উঠবেন

Last Updated:

Nadia News: সম্প্রতি জগত বিখ্যাত শান্তিপুরের রাসের সময়ও আফসানা, ভিডিও কল করে দেখায় নন্দিতাকে। এরপরেই চলতি মাসের ৩ তারিখে বিকাল পাঁচটা নাগাদ টিউশন পড়তে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয় সে।

নিখোঁজ মহিলার মা, তার মেয়ের ছবি হাতে
নিখোঁজ মহিলার মা, তার মেয়ের ছবি হাতে
নদিয়া: ট্রেনে যাচ্ছেন? অপরিচিত কারও সঙ্গে কথা না বলাই ভাল, যা ঘটল নদিয়ায় তাতে চিন্তিত অনেকেই। নদিয়ার শান্তিপুর কারিগর পাড়ার ২১ বছর বয়সী শান্তিপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা খাতুন প্রায় তিন মাস আগে চাকদায় পরীক্ষা দিতে গিয়ে ট্রেন পথে আলাপ বেনারসের এক মহিলা খেলোয়াড়ের সঙ্গে। নাম তার নন্দিতা তবে অবাঙালি সেই কারণে পদবী জানেন না আফসানার পরিবার। যদিও সেই ঘনিষ্ঠতা সূত্রে মাস দুয়েক আগে শান্তিপুর কারিগর পাড়ার বাড়িতে অবাঙালি সেই মহিলা খেলোয়াড় এসে থেকে গিয়েছিল একদিন। সে জানিয়েছিল তার মা অল্প বয়সে মারা গিয়েছে, খেলাধূলা নিয়ে ক্যারিয়ার গড়তে পশ্চিমবঙ্গে মাঝেমধ্যেই আসে। কিন্তু তখন আফসানার সঙ্গে এই নন্দিতার কী কথা হয়েছিল তা জানে না পরিবার।
সম্প্রতি জগত বিখ্যাত শান্তিপুরের রাসের সময়ও আফসানা, ভিডিও কল করে দেখায় নন্দিতাকে। এরপরেই চলতি মাসের ৩ তারিখে বিকাল পাঁচটা নাগাদ টিউশন পড়তে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয় সে। তার কাছে থাকা মোবাইলের শেষ লোকেশন বেনারস বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। যদিও বর্তমানে সেই মোবাইল বন্ধ রয়েছে। নিরুদ্দেশ হওয়ার দিন আফসানার পরনে ছিল হলুদ রঙের চুড়িদার, গ্রে রঙের হাফকট এবং কালো প্যান্ট। ২৪ ঘন্টা বাদে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় সমস্ত বিষয় জানিয়ে, যদিও এরপর থেকে কোনও সুরাহা এখনও মেলেনি।
advertisement
advertisement
পরিবারের দাবি পুলিশ প্রশাসন বেনারসে খোঁজ তল্লাশি চালালে উদ্ধার হবে তার মেয়ে। কাজের প্রলোভনে কিংবা অন্য কোনও খারাপ উদ্দেশেনন্দিতা ফুসলিয়ে নিয়ে গেছে তাদের মেয়েকে। তবে সামাজিক মাধ্যমে নন্দিতার মা আইলা বিবি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন নন্দিতা কিংবা আফসানার ছবি দেখে তারা নিকটবর্তী পুলিশ প্রশাসনকে জানাক।
advertisement
যদিও এ বিষয়ে ক্রীড়া জগতের মানুষজনের কাছে তাদের পরিবারের কাতর প্রার্থনা নন্দিতা যেহেতু খেলার সঙ্গে যুক্ত আছে এমনকি কোনও একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের মডেলের সঙ্গেও তার ছবি দেখা গেছে তাই নন্দিতাকে খুঁজে পাওয়া খুব সহজ আর তাকে খুঁজে পেলেই উদ্ধার হবে আফসানা। আফসানার বাবা পেশায় দিনমজুর, তবে দেশের বাইরে মালয়েশিয়ায় কাজ করেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এবং তার পরিবার ভেঙে পড়েছেন।
advertisement
—- Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ট্রেনে যাচ্ছেন! নদিয়ায় যা ঘটল, ট্রেনে আর কোনওদিন অপরিচিত কারও সঙ্গে কথা বলবেন না! শুনে শিউরে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement