Wired News: সর্বনাশ! অশোকনগরে কয়েক ফুটের দূরত্বে বদলে যাচ্ছে সময়! আসল ঘটনা জানলে পিলে চমকে যাবে

Last Updated:

Wired News: অবশেষে প্রশাসনের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ঘড়ির সময় ঠিক করার কাজ শুরু হল অশোকনগরে।

+
ফাইল

ফাইল ছবি

উত্তর ২৪ পরগনা: অশোকনগরে কয়েকফুটের দূরত্বে বদলে যাচ্ছে সময়! অবাক হলেও সত্যি, এমনই ঘটনার সাক্ষী থাকছে অশোকনগর কল্যাণগড় পৌরসভা এলাকার মানুষজন। স্টেশন সংলগ্ন শেরপুর মোড় এলাকায় ঘটা এই ঘটনায় অনেকেই যেমন মিস করেছেন ট্রেন, পাশাপাশি ঘড়ি দেখে করা কাজের ক্ষেত্রেও পড়েছেন মহা সমস্যায়। বিগত কয়েক বছর আগে বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে বিগ বেন ঘড়ির আদলে সুউচ্চ ঘড়ি স্তম্ভ বসানো হয় শেরপুর কালিবাড়ি ময়দানে। যে স্তম্ভের চারপাশে লাগানো চারটি ঘড়ি।
রাতের বেলায় নানা রঙের আলোয় সৌন্দর্যায়ন নজর কাড়ত সকলের। তবে বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করা যায় ৮ নম্বর কালিবাড়ি মোড়ের দিক থেকে স্টেশন যাওয়ার পথে আসল টাইম সকাল ছটার সময় ঘড়িতে দেখাচ্ছে সকাল আটটা বেজে রয়েছে। ঠিক সেই সময়ে গোলবাজারের দিক থেকে আসা মানুষদের দেখাচ্ছে দশটা বেজে গিয়েছে।
advertisement
advertisement
অপরদিকে, মিলের পাঁচিল এলাকার দিক থেকে আসা মানুষদের সেই সময়ই ঘড়িতে দেখাচ্ছে বেজে রয়েছে চারটে। ফিরতি পথে স্টেশন এর দিক থেকে আসা মানুষজন দেখছেন রাত যখন দশটা বাজে, তখন ঘড়িতে দেখাচ্ছে রাত একটা। আর এই ঘড়ি দেখেই বেশ কয়েকজন নাগরিক পড়েছেন ইতিমধ্যেই সমস্যায়। অনেকেই এই ঘড়ির সময় দেখে সময় মিলিয়ে কাজ করতে গিয়ে মিস করেছেন ট্রেন, কেউ আবার দোকান খুলতেও করেছেন দেরি।
advertisement
এরপর থেকে কয়েক দিন ধরেই এভাবে পড়ে থাকতে দেখা যায় এই সুউচ্চ ঘড়ির স্তম্ভটিকে। বিষয়টি নিয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিযোগ। এরপরই অবশেষে প্রশাসনের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ঘড়ির সময় ঠিক করার কাজ শুরু হল অশোকনগরে। এখন দেখার কত দিনে ঠিক হয় বিকল ঘড়িগুলি।
—- Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wired News: সর্বনাশ! অশোকনগরে কয়েক ফুটের দূরত্বে বদলে যাচ্ছে সময়! আসল ঘটনা জানলে পিলে চমকে যাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement